হযরতওয়ালা দা.বা. কর্তৃক সংকলিত চিরস্থায়ী ক্যালেন্ডার ডাউনলোড করতে চাইলে এ্যাপের “সর্বশেষ সংবাদ” এ ভিজিট করুন।
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা এর লিখিত সকল কিতাব পাওয়ার জন্য এ্যাপের “সর্বশেষ সংবাদ” থেকে তথ্য সংগ্রহ করুন।
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা. এর নিজস্ব ওয়েব সাইট www.darsemansoor.com এ ভিজিট করুন।
হযরতওয়ালা মুফতী সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, আমাদের মধ্যে অনেক ভুল জিনিসের প্রচলন আছে। যেমনঃ প্রসিদ্ধ আছে, কুরআনের আয়াত ৬৬৬৬ টি, অথচ সহী হলো ৬২৩৬ টি, কুরবানী যে হুজুর করে, বলা হয় মোল্লাকে কল্লা দাও অথচ এটা করার দ্বারা কুরবানীই সহী হবে না, মুর্দাকে কবরে চিৎ করে শুয়ানো হয় অথচ সম্পূর্ণ ডান দিকে (কিবলামুখী করে) কাত করে শুয়ানো, আযানের সময় ‘আল্লাহ’ উচ্চারণে এক আলিফ মদের যায়গায় ৪/৫ আলিফ তথা ৮/১০ আলিফ টানা হয়, দুরূদ শরীফ পড়ে দাঁড়িয়ে, প্রথমত: ভুল দুরূদ পড়ে তা আবার দাঁড়িয়ে পড়ে অথচ দুরূদ শরীফ যে কোন অবস্থায় পড়া যায়। উযু করে, উযু ছাড়া, দাঁড়িয়ে, বসে ইত্যাদি যে কোন অবস্থায় পড়া যায়। তবে নামাযে যেহেতু বসে দুরূদ পড়ার কথা বলা হয়েছে তাই সর্বোত্তম হলো বসে দুরূদ শরীফ পড়া।