ইসলামী যিন্দেগী এ্যাপের নতুন আপডেট এসেছে। আমরা যারা মোবাইল ফোন ব্যবহারকারী, আমরা সবাই ইসলামী যিন্দেগী এ্যাপটি আপডেট করে নেই।
ইসলামী যিন্দেগী এ্যাপ ব্যবহারকারীদের সকলকে জানানো যাচ্ছে যে, অনেক লম্বা সময় ধরে আমাদের ২টি ওয়েবসাইটই হ্যাক হচ্ছিল। ফলে আমাদের ব্যবহারকারীরা ঠিকমতো কিতাব, প্রবন্ধ ডাউনলোড করতে, পড়তে এবং বয়ান ডাউনলোড করতে, শুনতে অসুবিধা বোধ করছিল। এছাড়াও আরো অনেক ধরনের সমস্যা হচ্ছিল। ফলে ব্যবহারকারীদের সুবিধার জন্য এবং হ্যাকারদের থেকে আরো বেশী নিরাপদে থাকার জন্য আমরা আমাদের এ্যাপটি আপডেট করেছি।
আলহামদুলিল্লাহ, বর্তমান আপডেটে অনেক নতুন দীনী প্রয়োজনীয় জিনিস সংযোগ করা হয়েছে যা যে কোন দীনদার ব্যবহারকারীর জন্য আনন্দের বিষয় হবে বলে আশা করি।
যেহেতু আমরা সম্পূর্ণ নতুনভাবে কাজ করেছি তাই এ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে প্রথম দিকে আপনাদের সমস্যা মনে হতে পারে। কিন্তু পরবর্তীতে তা আগের চেয়ে আরো সহজ মনে হবে ইনশাআল্লাহ। আর আমরা এখন পুরোদমে কাজ করে যাচ্ছি তাই আপনাদের নজরে কোন ভুল বা অসঙ্গতি নজরে পড়লে আমাদের উপর নারাজ না হয়ে সুপরামর্শ দেয়ার বিশেষ আবেদন রইলো।
পরামর্শ দেয়ার ঠিকানা: islamijindegi@gmail.com
এতোদিন আমরা ২টি ওয়েবসাইট চালিয়েছি www.darsemansoor.com এবং www.islamijindegi.com আমরা এই দুটি এ্যাপের সমস্ত তথ্য সহ আরো অনেক জিনিস নতুন সংযোগ করে একটি ওয়েবসাইট তৈরী করেছি। সবাইকে উক্ত ওয়েবসাইটে ভিজিট করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
www.islamidars.com
ইনশাআল্লাহ জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় দাওয়াতুল হকের মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ২৯শে সফর, ১৪৪৫ হিজরী, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ ঈসা‘য়ী, শুক্রবার (ফজর নামাযের পরপরই শুরু হবে ইনশাআল্লাহ)।
হযরতওয়ালা দা.বা. কর্তৃক সংকলিত চিরস্থায়ী ক্যালেন্ডার ডাউনলোড করতে চাইলে এ্যাপের “সর্বশেষ সংবাদ” এ ভিজিট করুন।
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা এর লিখিত সকল কিতাব পাওয়ার জন্য এ্যাপের “সর্বশেষ সংবাদ” থেকে তথ্য সংগ্রহ করুন।
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা. এর নিজস্ব ওয়েব সাইট www.darsemansoor.com এ ভিজিট করুন।
তারিখ : ১৪ - ফেব্রুয়ারী - ২০১৮
জিজ্ঞাসাঃ
হজ্জের ফরয, ওয়াজিব, সুন্নাত, নফল ও মুস্তাহাব সম্বন্ধ্যে বিস্তারিত জানতে চাই।
জবাবঃ
হজ্জের ফরয তিনটিঃ
(১) মীক্বাত হতে ইহরাম বাধা।
(২) ৯ই যিলহজ্জ তারিখ যুহরের পর হতে ১০ই যিলহজ্জের সুবহে সাদেকের পূর্ব পর্যন্ত ওকূফে আরাফা তথা আরাফার প্রান্তরে অবস্থান।
(৩) ১০, ১১ বা ১২ যিলহজ্জ তারিখ সূর্যাস্তের পূর্বে কা’বা শরীফের তাওয়াফে যিয়ারত করা।
হজ্জের ওয়াজিব ৫টিঃ
(১) ৯ই যিলহজ্জ তারিখে সূর্যাস্তের পর থেকে পরবর্তী বাদ ফজর সূর্যোদয়ের পূর্বে পর্যন্ত সময়ের মধ্যে মুযদালিফার প্রান্তরে অবস্থান করা
(২) সাফা-মারওয়া পাহাড় দু’টির মাঝখানে সাঈ করা।
(৩) মিনাতে রমী করা অর্থাৎ শয়তানের উদ্দেশ্য কংকর মারা
(৪) ইহরাম খোলার জন্য মাথা মুণ্ডানো বা ছাটানো।
(৫) বিদায় তওয়াফ করা (মীক্বাতের বাহিরের বাসিন্দাদের জন্য)
হজ্জের সুন্নাত ও মুস্তাহাব দশটিঃ
(১) তওয়াফে কুদূম করা( হজ্জে ইফরাদ বা হজ্জে কিরানের জন্য)।
(২) তওয়াফে কুদূমের প্রথম তিন চক্করে রমল করা। আর তওয়াফে কুদূমে রমল না করে থাকলে তাওয়াফে যিয়ারতে রমল করা।
(৩) ৮ই যিলহজ্জ মক্কা হতে মিনায় গিয়ে যুহর, আসর, মাগরিব, ইশা ও ফজর এ পাঁচ ওয়াক্ত নামায পড়া এবং রাতে মিনার অবস্থান করা।
(৪) ৯ই যিলহজ্জ সূর্যোদয়ের পর মিনা হতে আরাফার ময়দানের দিকে রওয়ানা হওয়া।
(৫) ওকূফে আরাফার পর তথা হতে সূর্যোস্তের পর মুযদালিফার দিকে রওয়ানা হওয়া।
(৬) ৯ই যিলহজ্জ দিবাগত রাত্রে মুযদালিফায় থাকা।
(৭) ওকূফে আরাফার জন্যে সেদিন যুহরের পূর্বে গোসল করা।
(৮) ১০, ১১ও ১২ই যিলহজ্জ দিবাগত রাত্রগুলোতে মিনায় থাকা।
(৯) মিনা হতে বিদায় হয়ে মক্কায় ফিরার পথে মুহাসসাব নামক স্থানে কিছু সময় অবস্থান করা।
(১০) ইমামের জন্যে তিন স্থানে খুৎবা দেয়া। ৭ই যিলহজ্জ মক্কা শরীফে, ৯ই যিলহজ্জ আরাফায় ও ১১ই যিলহজ্জ মিনায়।
(প্রমাণঃ ফাতাওয়া আলমগীরী ১:২১৯, ফাতাওয়া শামী ২:৪৬৮-৪৬৭)