elektronik sigara

হযরতওয়ালা দা.বা. কর্তৃক সংকলিত চিরস্থায়ী ক্যালেন্ডার ডাউনলোড করতে চাইলে এ্যাপের “সর্বশেষ সংবাদ” এ ভিজিট করুন।

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা এর লিখিত সকল কিতাব পাওয়ার জন্য এ্যাপের “সর্বশেষ সংবাদ” থেকে তথ্য সংগ্রহ করুন।

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা. এর নিজস্ব ওয়েব সাইট www.darsemansoor.com এ ভিজিট করুন।

সিজদারত অবস্থায় মাটি থেকে পা উঠে যাওয়া

তারিখ : ১৪ - ফেব্রুয়ারী - ২০১৮  

জিজ্ঞাসাঃ

নামাযে সিজদারত অবস্থায় যদি কখনও দু’পায়ের আঙ্গুল মাটি থেকে উঠে যায়, তাহলে কি নামায ভেঙ্গে যাবে?


জবাবঃ


সিজদারত অবস্থায় কোন এক মুহুর্তের জন্য হলেও এক পায়ের কিছু অংশ জমিনে থাকা জরুরী। আর যদি পূর্ণ সিজদায় উভয় পা জমিন থেকে পৃথক থাকে অর্থাৎ, সম্পূর্ণ সিজদার মধ্যে কিছুক্ষণের জন্যও পায়ের কিছু অংশ জমিনে না লাগে তাহলে সিজদাহ্ সহীহ না হওয়ার কারণে নামায হবে না। সেই নামায দ্বিতীয়বার পড়তে হবে।


আর যদি সিজদারত অবস্থায় আঙ্গুল কিছু সময়ের জন্য জমিন থেকে উঠে যায় এবং উঠার পরেই আবার জমিনের সাথে মিলিয়ে নেয়, তাহলে তাতে নামায ভঙ্গ হবে না। তবে মাকরূহ হবে। কেননা, পূর্ণ সময় উভয় পা জমিনে রাখা এবং কিবলামুখী করে রাখা সুন্নাতে মু‘আক্কাদা। [প্রমাণঃ দুররে মুখতার ১:৪৪৭ # ফাতাওয়া তাতার খানিয়া ১:৫০৬ # হালাবী কবীর ১:৬৮৫ # ফাতাওয়া দারুল উলূম ৪:৩৫ # আহসানুল ফাতাওয়া ৩:৩৯৮]


ولو سجد ولم يضع قدميه او احديهما على الارض في سجوده لا يجوز سجوده ولو وضع احديهما جاز.  (حلبي الكبير:1/684)