ইসলামী যিন্দেগী এ্যাপের নতুন আপডেট এসেছে। আমরা যারা মোবাইল ফোন ব্যবহারকারী, আমরা সবাই ইসলামী যিন্দেগী এ্যাপটি আপডেট করে নেই।
ইসলামী যিন্দেগী এ্যাপ ব্যবহারকারীদের সকলকে জানানো যাচ্ছে যে, অনেক লম্বা সময় ধরে আমাদের ২টি ওয়েবসাইটই হ্যাক হচ্ছিল। ফলে আমাদের ব্যবহারকারীরা ঠিকমতো কিতাব, প্রবন্ধ ডাউনলোড করতে, পড়তে এবং বয়ান ডাউনলোড করতে, শুনতে অসুবিধা বোধ করছিল। এছাড়াও আরো অনেক ধরনের সমস্যা হচ্ছিল। ফলে ব্যবহারকারীদের সুবিধার জন্য এবং হ্যাকারদের থেকে আরো বেশী নিরাপদে থাকার জন্য আমরা আমাদের এ্যাপটি আপডেট করেছি।
আলহামদুলিল্লাহ, বর্তমান আপডেটে অনেক নতুন দীনী প্রয়োজনীয় জিনিস সংযোগ করা হয়েছে যা যে কোন দীনদার ব্যবহারকারীর জন্য আনন্দের বিষয় হবে বলে আশা করি।
যেহেতু আমরা সম্পূর্ণ নতুনভাবে কাজ করেছি তাই এ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে প্রথম দিকে আপনাদের সমস্যা মনে হতে পারে। কিন্তু পরবর্তীতে তা আগের চেয়ে আরো সহজ মনে হবে ইনশাআল্লাহ। আর আমরা এখন পুরোদমে কাজ করে যাচ্ছি তাই আপনাদের নজরে কোন ভুল বা অসঙ্গতি নজরে পড়লে আমাদের উপর নারাজ না হয়ে সুপরামর্শ দেয়ার বিশেষ আবেদন রইলো।
পরামর্শ দেয়ার ঠিকানা: islamijindegi@gmail.com
এতোদিন আমরা ২টি ওয়েবসাইট চালিয়েছি www.darsemansoor.com এবং www.islamijindegi.com আমরা এই দুটি এ্যাপের সমস্ত তথ্য সহ আরো অনেক জিনিস নতুন সংযোগ করে একটি ওয়েবসাইট তৈরী করেছি। সবাইকে উক্ত ওয়েবসাইটে ভিজিট করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
www.islamidars.com
ইনশাআল্লাহ জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় দাওয়াতুল হকের মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ২৯শে সফর, ১৪৪৫ হিজরী, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ ঈসা‘য়ী, শুক্রবার (ফজর নামাযের পরপরই শুরু হবে ইনশাআল্লাহ)।
হযরতওয়ালা দা.বা. কর্তৃক সংকলিত চিরস্থায়ী ক্যালেন্ডার ডাউনলোড করতে চাইলে এ্যাপের “সর্বশেষ সংবাদ” এ ভিজিট করুন।
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা এর লিখিত সকল কিতাব পাওয়ার জন্য এ্যাপের “সর্বশেষ সংবাদ” থেকে তথ্য সংগ্রহ করুন।
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা. এর নিজস্ব ওয়েব সাইট www.darsemansoor.com এ ভিজিট করুন।
তারিখ : ১৪ - ফেব্রুয়ারী - ২০১৮
জিজ্ঞাসা:
আমাদের মসজিদের ইমাম সাহেব ফরজ নামাযের নীরব অংশসহ সকল নামায সবসময় মুখ বন্ধ করে পড়েন। কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন- মুখ বন্ধ করে পড়লে নামায হবে না- এমন কথা তিনি কোন কিতাবে পাননি। এতে তাঁর এবং মুক্তাদীদের নামায শুদ্ধ হবে কি?
জবাবঃ
নামাযের মধ্যে কিরা‘আত পড়া ফরজ। আর সিররী অর্থাৎ, নীরব নামাযের কিরা‘আত পড়ার নিয়ম সহীহভাবে মাখরাজ থেকে সিফাতের সাথে হরফের উচ্চারণ করা। এতটুকু অবস্থা কিরা‘আতের ফরজ আদায়ের জন্য জরুরী এবং এর জন্য জিহবা ও ঠোঁট নড়া জরুরী। অনেকের নিকটে এর সাথে তাজবীদ সহকারে এই পরিমাণ জোরে পড়া চাই, যেন সে নিজে হালকাভাবে শুনতে পায়। অন্যথায় শুধু দিলে দিলে কিরা‘আতের খেয়াল করলে কির‘আতের পড়ার ফরজ আদায় হবে না এবং নামাযও সহীহ হবে না। তেমনিভাবে নামাযের অন্যান্য তাসবীহ্ বা দু’আ সমূহও উল্লেখিত নিয়মে পড়তে হবে। নতুবা সেগুলো সহীহভাবে আদায় হবে না। দিলে দিলে খেয়াল করা এক জিনিস, আর মুখে পড়া ভিন্ন জিনিস। মাখরাজের সাথে পড়তে হলে ঠোট-জিহবা নড়া আবশ্যক।
[প্রমাণ: হিদায়া ১:১১৭, # আহসানুল ফাতাওয়া ৩:৭৫, # ফাতাওয়া রাশীদিয়া ৩১৯]
ثم المخافتة ان يسمع نفسه والجهر ان يسمع غيره وهذا عند الفقه ابي جعفر الهندواني - لان مجرد حركة اللسان لا يسمي قراة بدون الصوت- [الهداية 1/117]