elektronik sigara

ইনশাআল্লাহ জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় দাওয়াতুল হকের মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ২৬শে যিলক্বদ, ১৪৪৪ হিজরী, ১৬ই জুন, ২০২৩ ঈসা‘য়ী, শুক্রবার (সকাল ৭টা থেকে শুরু হবে ইনশাআল্লাহ)।

হযরতওয়ালা দা.বা. কর্তৃক সংকলিত চিরস্থায়ী ক্যালেন্ডার ডাউনলোড করতে চাইলে এ্যাপের “সর্বশেষ সংবাদ” এ ভিজিট করুন।

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা এর লিখিত সকল কিতাব পাওয়ার জন্য এ্যাপের “সর্বশেষ সংবাদ” থেকে তথ্য সংগ্রহ করুন।

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা. এর নিজস্ব ওয়েব সাইট www.darsemansoor.com এ ভিজিট করুন।

ইনশাআল্লাহ আগামী ২২শ শাউয়াল, ১৪৪৪ হিজরী মুতাবিক, ১৩ই মে, ২০২৩ ঈসায়ী তারিখ রোজ শনিবার বাদ ‘আসর থেকে মাগরিব পর্যন্ত হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা. জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসার পুরাতন ভবনের (সাত মসজিদের সাথে) নীচ তলায় ইফতা বিভাগের রুমে বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে হজ্জের ট্রেনিং দেয়া শুরু করবেন।

নামাযের মধ্যে সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদাহ না করা

তারিখ : ১৪ - ফেব্রুয়ারী - ২০১৮  

জিজ্ঞাসাঃ

নামাযের মধ্যে সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদাহ না করলে, নামায শেষে আদায় করে নিলে নামায সহীহ হবে কি-না?


জবাবঃ


সিজদার আয়াত তিলাওয়াত করলে, তার নিয়ম হল- সাথে সাথে সিজদাহ করে নেয়া। চাই নামাযের ভিতরে হোক, বা নামাযের বাইরে।


কিন্তু নামাযের মধ্যে তিলাওয়াতের সিজদাহ আদায় না করে, নামায শেষে আদায় করে নিলে, সিজদাহ আদায় হবে না, বরং গুণাহগার হবে। তাওবা-ইস্তেগফার ব্যতীত মাফের অন্য কোন সুরত নেই। অবশ্য নামাযের বাইরে তাত্ক্ষণিক সিজদা না করে থাকলে, পরবর্তীতে আদায় করার সুযোগ থাকবে। তবে অযথা দেরী করা অনুচিত। উল্লেখ্য, নামাযে সিজদার আয়াত তিলাওয়াতের পর তিন আয়াতের কমে রাকা‘আত শেষ হলে ঐ রাকা‘আতের সিজদার সহিত তিলাওয়াতের সিজদাও আদায় হয়ে যাবে। [প্রমাণ: দুররে মুখতার ২:১০৯-১১২ # ইমদাদুল ফাতাওয়া জাদীদ, ১:৫৫৪ # মাহমূদিয়া, ২:৩৬৩, ৫৭১ # বেহেশতী জেওর, ২:৪৩ # আহসানুল ফাতাওয়া, ৪:৬৮]


وتؤدى بسجودها كذلك اي الفور وان لم ينو بالاجماع. (الدر المختار:2/112)


وان لم تكن صلوية فعلى الفور لصيرورتها جزاء منها ويأثم بتأخيرها.  (الدر المختار:2/109)