elektronik sigara

রমাযান ২০২২ এর ক্যালেন্ডার ডাউনলোড করুন

জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে প্রকাশিত একাডেমিক ক্যালেন্ডার পেতে ক্লিক করুন

হযরতওয়ালা দা.বা. কর্তৃক সংকলিত চিরস্থায়ী ক্যালেন্ডার ডাউনলোড করতে চাইলে এ্যাপের “সর্বশেষ সংবাদ” এ ভিজিট করুন।

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা এর লিখিত সকল কিতাব পাওয়ার জন্য এ্যাপের “সর্বশেষ সংবাদ” থেকে তথ্য সংগ্রহ করুন।

হযরতওয়ালা দা.বা. এর কিতাব অনলাইনের মাধ্যমে কিনতে চাইলে ভিজিট করুনঃ www.maktabatunnoor.com

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা. এর নিজস্ব ওয়েব সাইট www.darsemansoor.com এ ভিজিট করুন।

তাহিয়্যাতুল উযু ও দুখূলুল মসজিদের হুকুম

তারিখ : ১৪ - ফেব্রুয়ারী - ২০১৮  

জিজ্ঞাসাঃ

নামায শিক্ষা গ্রন্থে অথবা হুজুরদের কাছ থেকে শোনা যায়- জুম‘আর দিনে মসজিদে ঢুকেই তাহিয়্যাতুল উযু দুই রাকা‘আত, ‍দুখুলুল মসজিদ দুই রাকা‘আত নামায পড়তে হয়। এ দুই রাকা‘আত কি শুধু জুম’আর দিনেই পড়তে হয়, না কি অন্যান্য ওয়াক্তে নামায পড়ার জন্য মসজিদে ঢুকলে সে সময়ও পড়া যায়?


জবাবঃ


তাহিয়্যাতুল উযু দুই রাকা‘আত নামায প্রত্যেকবার উযু করার পর পড়া মুস্তাহাব। শুধু জুম‘আর নামাযের পূর্বেই পড়তে হয় এমন নয়। বরং নামাযের জন্য বা এমনিতে উযু করেও উক্ত দুই রাকা‘আত নামায পড়া ভাল এবং সাওয়াবের কাজ। তবে ফজরের ফরজের পূর্বে এবং বাদ ফজর হতে সূর্যোদয় পর্যন্ত এবং মাগরিবের পূর্বে এবং ও আসরের পরে তা পড়বে না। এমনি ভাবে প্রত্যেকবার মসজিদে প্রবেশের পর দু’রাকা‘আত তাহিয়্যাতুল মসজিদ (মসজিদে প্রবেশের নামায) পড়া মুস্তাহাব এবং সাওয়াবের কাজ। তবে এ নামাযও উল্লেখিত নির্দিষ্ট সময়ে পড়বে না। বুঝা গেল এই দুই প্রকার নামায পড়া মুস্তাহাব। পড়তেই হবে, এমন জরুরী নয়। অনেক সময় খুতবার পূর্বে ৪ রাকা‘আত সুন্নাত পড়ার সময় দেয়া হয়। তখন এ নামায না পড়া ভাল। কারণ এ সময় উক্ত নামায পড়তে গেলে সুন্নাত ৪ রাকা‘আত খুতবার সময় পড়তে হয়। অথচ খুতবার সময় নামায, দু‘আ ও কথাবার্তা বলা সবই নিষিদ্ধ। সুতরাং সময় কম থাকলে এ নামায না পড়ে শুধু জুম‘আর ৪ রাকা‘আত সুন্নাত (কাবলাল জুম‘আ) পড়ে নিবে। (প্রমাণঃ কিফায়াতুল মুফতী ৩:২৭৪)