হযরতওয়ালা মুফতী সাহেব হুজুর দা.বা. আগামীকাল (০৩.০৩.২০২৩ ঈসায়ী) জুমু‘আর নামায পড়াতে খিলগাও বাজার মসজিদে আসবেন না।
রজব মাস শুরু হলেই প্রিয় নবী ﷺ এই দু‘আ খুব বেশী করে পড়তেন: اَللّهُمَّ بَارِكْ لَنَا فِيْ رَجَبَ وَشَعْبَانَ وَبَلِّغْنَا رَمَضَانَ
ইনশাআল্লাহ জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় দাওয়াতুল হকের মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ২৪শে শাবান, ১৪৪৪ হিজরী, ১৭ই মার্চ, ২০২৩ ঈসা‘য়ী, শুক্রবার (সকাল ৭টা থেকে শুরু হবে ইনশাআল্লাহ)।
হযরতওয়ালা দা.বা. কর্তৃক সংকলিত চিরস্থায়ী ক্যালেন্ডার ডাউনলোড করতে চাইলে এ্যাপের “সর্বশেষ সংবাদ” এ ভিজিট করুন।
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা এর লিখিত সকল কিতাব পাওয়ার জন্য এ্যাপের “সর্বশেষ সংবাদ” থেকে তথ্য সংগ্রহ করুন।
হযরতওয়ালা দা.বা. এর কিতাব অনলাইনের মাধ্যমে কিনতে চাইলে ভিজিট করুনঃ www.maktabatunnoor.com
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা. এর নিজস্ব ওয়েব সাইট www.darsemansoor.com এ ভিজিট করুন।
তারিখ : ১৪ - ফেব্রুয়ারী - ২০১৮
জিজ্ঞাসাঃ
তারাবীহ নামাযে প্রত্যেক সূরাহর শুরুতে উচ্চঃস্বরে বিসমিল্লাহ উচ্চঃস্বরে হানাফী মাযহাবে সহীহ আছে কি?
জবাবঃ
হানাফী মাযহাব অনুযায়ী তারাবীহ এর প্রত্যেক সূরাহর শুরুতে বিসমিল্লাহ উচ্চঃস্বরে পড়া যাবে না। কারন হানাফী মাযহাবের সমস্ত ইমামগন এই ব্যাপারে একমত যে, নামাযের মধ্যে বিসমিল্লাহ আস্তে পড়তে হবে। অবশ্য যে কোন এক সূরার শুরুতে বিসমিল্লাহ উচ্চঃস্বরে পড়তে হবে। উল্লেখ্য, হানাফীগন যদিও ইমাম আসিম রহ.-এর কিরা‘আত পড়েন এবং তিনি প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ পড়তেন। হানাফীগনও প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ পড়ে তার উপর আমল করবে বটে। কিন্তু সেজন্য উচ্চৈস্বরে পড়ার কোন প্রয়োজন নাই। কারন, তাতে হানাফী ফুক্বাহাদের মতের বিরোধিতা করা হবে। আর নিঃশব্দে পড়লে সকলের কথার উপর আমল হয়ে যাবে। (প্রমাণঃ নাসায়ী ১:১০৫ # ফাতাওয়ায়েশামী, ১:৪৫৭ # ফাতাওয়ায়ে দারুল উলুম, ৪:২৬৪ # ইমদাদুল ফাতাওয়া, ১:৩৪৭)