ইসলামী যিন্দেগী এ্যাপের নতুন আপডেট এসেছে। আমরা যারা মোবাইল ফোন ব্যবহারকারী, আমরা সবাই ইসলামী যিন্দেগী এ্যাপটি আপডেট করে নেই।
ইসলামী যিন্দেগী এ্যাপ ব্যবহারকারীদের সকলকে জানানো যাচ্ছে যে, অনেক লম্বা সময় ধরে আমাদের ২টি ওয়েবসাইটই হ্যাক হচ্ছিল। ফলে আমাদের ব্যবহারকারীরা ঠিকমতো কিতাব, প্রবন্ধ ডাউনলোড করতে, পড়তে এবং বয়ান ডাউনলোড করতে, শুনতে অসুবিধা বোধ করছিল। এছাড়াও আরো অনেক ধরনের সমস্যা হচ্ছিল। ফলে ব্যবহারকারীদের সুবিধার জন্য এবং হ্যাকারদের থেকে আরো বেশী নিরাপদে থাকার জন্য আমরা আমাদের এ্যাপটি আপডেট করেছি।
আলহামদুলিল্লাহ, বর্তমান আপডেটে অনেক নতুন দীনী প্রয়োজনীয় জিনিস সংযোগ করা হয়েছে যা যে কোন দীনদার ব্যবহারকারীর জন্য আনন্দের বিষয় হবে বলে আশা করি।
যেহেতু আমরা সম্পূর্ণ নতুনভাবে কাজ করেছি তাই এ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে প্রথম দিকে আপনাদের সমস্যা মনে হতে পারে। কিন্তু পরবর্তীতে তা আগের চেয়ে আরো সহজ মনে হবে ইনশাআল্লাহ। আর আমরা এখন পুরোদমে কাজ করে যাচ্ছি তাই আপনাদের নজরে কোন ভুল বা অসঙ্গতি নজরে পড়লে আমাদের উপর নারাজ না হয়ে সুপরামর্শ দেয়ার বিশেষ আবেদন রইলো।
পরামর্শ দেয়ার ঠিকানা: islamijindegi@gmail.com
এতোদিন আমরা ২টি ওয়েবসাইট চালিয়েছি www.darsemansoor.com এবং www.islamijindegi.com আমরা এই দুটি এ্যাপের সমস্ত তথ্য সহ আরো অনেক জিনিস নতুন সংযোগ করে একটি ওয়েবসাইট তৈরী করেছি। সবাইকে উক্ত ওয়েবসাইটে ভিজিট করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
www.islamidars.com
ইনশাআল্লাহ জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় দাওয়াতুল হকের মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ২৯শে সফর, ১৪৪৫ হিজরী, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ ঈসা‘য়ী, শুক্রবার (ফজর নামাযের পরপরই শুরু হবে ইনশাআল্লাহ)।
হযরতওয়ালা দা.বা. কর্তৃক সংকলিত চিরস্থায়ী ক্যালেন্ডার ডাউনলোড করতে চাইলে এ্যাপের “সর্বশেষ সংবাদ” এ ভিজিট করুন।
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা এর লিখিত সকল কিতাব পাওয়ার জন্য এ্যাপের “সর্বশেষ সংবাদ” থেকে তথ্য সংগ্রহ করুন।
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা. এর নিজস্ব ওয়েব সাইট www.darsemansoor.com এ ভিজিট করুন।
তারিখ : ১৪ - ফেব্রুয়ারী - ২০১৮
জিজ্ঞাসাঃ
হাদীস শরীফে আছে মুরদাকে কবরে রেখে ৪০ কদম চলে আসার পর দুই জন ফেরেশতা আসে সওয়াল জবাব করার জন্য। আমার প্রশ্ন হচ্ছে এই সময় যদি এক হাজার মুরদা দাফন করে তাহলে এক সাথে সবার সাওয়াল জবাব কিভাবে নিবেন। বিস্তারিত জানতে ইচ্ছুক।
জবাবঃ
একই সময়ে দুনিয়ার বিভিন্ন স্থানে কিংবা একই স্থানে অনেক মৃতকে দাফন করা হলে মুনকার-নকীর ফেরেশতাদ্বয় মৃতদেরকে কিভাবে প্রশ্ন করবেন? এ কৌতুহল নিরসনে একাধিক উক্তি পাওয়া যায়।
১। মুনকার-নকীর উভয় ফেরেশতার সাথে এ কাজে নিমিত্তে আরও অসংখ্য ফেরেশতা সহায়ক হিসেবে থাকেন। হযরত আযরাইল আ. যেমন তাঁর সহযোগী অন্যান্য ফেরেশতার দ্বারা জান কবযের কাজ নেন, তদ্রুপ মুনকার-নকীর ফেরেশতাদ্বয় নেতৃত্ব দিয়ে তাদের সহযোগী ফেরেশতা বাহিনী দ্বারা মৃতদের সাথে প্রশ্নোত্তর পর্ব সমাধা করেন।
২। অনেকে বলেন- সমগ্র দুনিয়া মুনকার-নকীরের নখদর্পনে উদ্ভসিত এবং দৃষ্টি ও ক্ষমতার আওতায়। যেমন- মালাকুল মউত হযরত আযরাঈল আ.-এর ক্ষেত্রে। সুতরাং তাদের জন্য একই সময়ে অনেক মৃতকে সওয়াল করা অসম্ভব বা কঠিন কিছু নয়। [প্রমাণঃমিরকাত ১/২০০]
উল্লেখ্য, এ ধররেন প্রশ্ন যেহেতু ঈমান-আকীদার সাথে কোনই সম্পর্ক নাই এবং কবরে-হাশরে এ ব্যাপারে কোন প্রশ্নও করা হবে না বা এগুলো জানলে কোন সাওয়াব হবে না সুতরাং এ চেয়ে জরুরী যেসব বিষয় রয়েছে তা জানার জন্য এবং আমল করার জন্য সময় ব্যয় করা উচিৎ।