ইনশাআল্লাহ জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় দাওয়াতুল হকের মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ২৬শে যিলক্বদ, ১৪৪৪ হিজরী, ১৬ই জুন, ২০২৩ ঈসা‘য়ী, শুক্রবার (সকাল ৭টা থেকে শুরু হবে ইনশাআল্লাহ)।
হযরতওয়ালা দা.বা. কর্তৃক সংকলিত চিরস্থায়ী ক্যালেন্ডার ডাউনলোড করতে চাইলে এ্যাপের “সর্বশেষ সংবাদ” এ ভিজিট করুন।
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা এর লিখিত সকল কিতাব পাওয়ার জন্য এ্যাপের “সর্বশেষ সংবাদ” থেকে তথ্য সংগ্রহ করুন।
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা. এর নিজস্ব ওয়েব সাইট www.darsemansoor.com এ ভিজিট করুন।
ইনশাআল্লাহ আগামী ২২শ শাউয়াল, ১৪৪৪ হিজরী মুতাবিক, ১৩ই মে, ২০২৩ ঈসায়ী তারিখ রোজ শনিবার বাদ ‘আসর থেকে মাগরিব পর্যন্ত হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা. জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসার পুরাতন ভবনের (সাত মসজিদের সাথে) নীচ তলায় ইফতা বিভাগের রুমে বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে হজ্জের ট্রেনিং দেয়া শুরু করবেন।
তারিখ : ১৪ - ফেব্রুয়ারী - ২০১৮
জিজ্ঞাসাঃ
কিছু লোকের মন্তব্য যে, মাইকে আযান দিলে ডানে-বামে মুখ ফিরানোর দরকার নেই। এ হুকুম তো মিনারা বা অন্য কোথাও আযান দিলে তখন প্রযোজ্য হবে। এ কথাটি কি ঠিক?
জবাবঃ
আযান ও ইকামতে ডান দিকে চেহারা ফিরিয়ে حي علي الصلاة বলতে হয় এবং বাম দিকে চেহারা ফিরিয়ে حي علي الفلاح বলতে হয়। এটা সর্বাবস্থায় সুন্নাত। জামা‘আতের জন্য আযান হোক বা একাকি নামাযের জন্য আযান হোক। এমনকি সন্তান ভূমিষ্ঠের পর আযান দিতেও এ পদ্ধতি অবলম্বন করা সুন্নাত। বলা বাহুল্য, আযানে ডানে বামে চেহারা ঘুরানো আযানের সুন্নাতের অন্তর্ভুক্ত। সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে মাইকে আযান দিলেও ডানে-বামে চেহারা ঘুরানোর সু্ন্নাত ঠিকই থাকবে।
স্মর্তব্য যে, আযানে সম্পূর্ণ ডানে চেহারা ঘুরিয়ে حي علي الصلاة বলতে হবে। তারপর চেহারা কিবলার দিকে এনে পুনরায় ডানে ঘুরানোর পর দ্বিতীয় বার حي علي الصلاة বলতে হবে। এমনিভাবে বামদিকে চেহারা ঘুরায়ে حي علي الفلاح বলবে। প্রত্যেক দিকে দু’বার চেহারা ঘুরাবে। এমন যেন না হয় যে, কিবলার দিক থেকে বলতে শুরু করলো আর বলতে বলতে চেহারা ঘুরালো। চেহারার সাথে সাথে যেন সিনা ও পা কিবলার দিক হতে না ঘুরে যায়। ইকামতে ১ বার ডানে চেহারা ঘুরায়ে দু’বার حي علي الصلاة বলতে হবে এবং আরেকবার বামে চেহারা ঘুরিয়ে দু’বার حي علي الفلاح বলবে। [প্রমাণঃ রদ্দুল মুহতার ১:৩৮৭ # আহসানুল ফাতাওয়া ২:২৯৩]