elektronik sigara

হযরতওয়ালা দা.বা. কর্তৃক সংকলিত চিরস্থায়ী ক্যালেন্ডার ডাউনলোড করতে চাইলে এ্যাপের “সর্বশেষ সংবাদ” এ ভিজিট করুন।

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা এর লিখিত সকল কিতাব পাওয়ার জন্য এ্যাপের “সর্বশেষ সংবাদ” থেকে তথ্য সংগ্রহ করুন।

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা. এর সমস্ত কিতাব, বয়ান, প্রবন্ধ, মালফুযাত পেতে ইসলামী যিন্দেগী  App টি সংগ্রহ করুন।

প্রতিদিন আমল করার জন্য “দৈনন্দিন আমল ও দু‘আসমূহ” নামক একটি গুরত্বপূর্ণ কিতাব আপলোড করা হয়েছে।

ইনশাআল্লাহ জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় দাওয়াতুল হকের মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ২১শে  ফেব্রুয়ারী, ২০২০ ঈসায়ী।

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা. এর নিজস্ব ওয়েব সাইট www.darsemansoor.com এ ভিজিট করুন।

জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসার ‍উদ্যোগে প্রতি ইংরেজী ক্যালেন্ডার অনুযায়ী, জামি‘আতুল আবরার মসজিদ প্রাঙ্গন, বসিলাতে মাসের ৩য় শুক্রবার ইমাম সম্মেলন (আইম্যায়ে মাসাজিদ) অনুষ্ঠিত হয়। এখানে বাংলাদেশের বিভিন্ন মসজিদ থেকে খতিব সাহেব, ইমাম সাহেব, মুআজ্জিন সাহেবানরা উপস্থিত থাকেন। এছাড়াও সাধারণ মানুষরাও উপস্থিত হয়ে থাকেন। এই মাহফিলের মূল উদ্যেশ্য হলো, মুসলমানের প্রতিটি কাজ যেন সুন্নত অনুযায়ী হয়ে যায়। আযান-ইকামাত, নামায সহ বিবাহ-শাদি, কবর দেয়া, কাফন-দাফন ইত্যাদি। ফজরের আধা ঘন্টা পর এই মাহফিলের কার্যক্রম শুরু হয়।

এই মাসে রাহমানিয়া মাদরাসার দাওয়াতুল হকের মাহফিল অনুষ্ঠিত হবে, ২১শে  ফেব্রুয়ারী, ২০২০ ঈসা‘য়ী, শুক্রবার।

আমরা সকলে উক্ত মাহফিলে শরীক হওয়ার চেষ্টা করি এবং অন্য ভাইকেও দাওয়াত দেই।

আল্লাহ তা‘আলা আমাদের সকলকে কবুল করেন, আমীন।

   আরো কিছু বিশেষ আমল