elektronik sigara

ইসলামী যিন্দেগী এ্যাপের নতুন আপডেট এসেছে। আমরা যারা মোবাইল ফোন ব্যবহারকারী, আমরা সবাই ইসলামী যিন্দেগী এ্যাপটি আপডেট করে নেই।

 

ইসলামী যিন্দেগী এ্যাপ ব্যবহারকারীদের সকলকে জানানো যাচ্ছে যে, অনেক লম্বা সময় ধরে আমাদের ২টি ওয়েবসাইটই হ্যাক হচ্ছিল। ফলে আমাদের ব্যবহারকারীরা ঠিকমতো কিতাব, প্রবন্ধ ডাউনলোড করতে, পড়তে এবং বয়ান ডাউনলোড করতে, শুনতে অসুবিধা বোধ করছিল। এছাড়াও আরো অনেক ধরনের সমস্যা হচ্ছিল। ফলে ব্যবহারকারীদের সুবিধার জন্য এবং হ্যাকারদের থেকে আরো বেশী নিরাপদে থাকার জন্য আমরা আমাদের এ্যাপটি আপডেট করেছি।

 

আলহামদুলিল্লাহ, বর্তমান আপডেটে অনেক নতুন দীনী প্রয়োজনীয় জিনিস সংযোগ করা হয়েছে যা যে কোন দীনদার ব্যবহারকারীর জন্য আনন্দের বিষয় হবে বলে আশা করি।

 

যেহেতু আমরা সম্পূর্ণ নতুনভাবে কাজ করেছি তাই এ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে প্রথম দিকে আপনাদের সমস্যা মনে হতে পারে। কিন্তু পরবর্তীতে তা আগের চেয়ে আরো সহজ মনে হবে ইনশাআল্লাহ। আর আমরা এখন পুরোদমে কাজ করে যাচ্ছি তাই আপনাদের নজরে কোন ভুল বা অসঙ্গতি নজরে পড়লে আমাদের উপর নারাজ না হয়ে সুপরামর্শ দেয়ার বিশেষ আবেদন রইলো।

 

পরামর্শ দেয়ার ঠিকানা: islamijindegi@gmail.com

 

এতোদিন আমরা ২টি ওয়েবসাইট চালিয়েছি www.darsemansoor.com এবং www.islamijindegi.com আমরা এই ‍দুটি এ্যাপের সমস্ত তথ্য সহ আরো অনেক জিনিস নতুন সংযোগ করে একটি ওয়েবসাইট তৈরী করেছি। সবাইকে উক্ত ওয়েবসাইটে ভিজিট করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

www.islamidars.com

ইনশাআল্লাহ জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় দাওয়াতুল হকের মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ২৯শে সফর, ১৪৪৫ হিজরী, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ ঈসা‘য়ী, শুক্রবার (ফজর নামাযের পরপরই শুরু হবে ইনশাআল্লাহ)

হযরতওয়ালা দা.বা. কর্তৃক সংকলিত চিরস্থায়ী ক্যালেন্ডার ডাউনলোড করতে চাইলে এ্যাপের “সর্বশেষ সংবাদ” এ ভিজিট করুন।

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা এর লিখিত সকল কিতাব পাওয়ার জন্য এ্যাপের “সর্বশেষ সংবাদ” থেকে তথ্য সংগ্রহ করুন।

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা. এর নিজস্ব ওয়েব সাইট www.darsemansoor.com এ ভিজিট করুন।

সানী আযান দেয়ার জায়গা

তারিখ : ১৪ - ফেব্রুয়ারী - ২০১৮  

জিজ্ঞাসাঃ

আমাদের এলাকার এক শ্রেণীর লোক বলে যে, জুম‘আর নামাযের সানী আযান মসজিদের ভেতরে ইমামের সামনে দাঁড়িয়ে দিতে হবে। অন্য এক শ্রেণীর লোক বলে যে, মসজিদের বাহিরে দরজার পার্শ্বে দাঁড়িয়ে ‍দিতে হবে। এ ব্যাপারে শরী‘আতের রায় কি?


জবাবঃ


জুম‘আর নামাযের ২য় আযান ইমামের সামনে এমন স্থানে দিতে হবে-যেখানে দাঁড়ালে সকল মুসল্লীগণ আযান শুনতে পান। মুসল্লীগণের সংখ্যার দিকে লক্ষ্য করে প্রয়োজন অনুসারে আগে পিছে দাঁড়ানো যেতে পারে- যাতে করে সব মুসল্লী আযান শুনতে পায়। এক হাদীসে রয়েছে, হুযূর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে জুম‘আর আযান ইমামের সামনে দরজার কাছে দেয়া হতো। যার উপর ভিত্তি করে কিছু লোক মসজিদের বাহিরে সানী আযান দিতে বলেন। তাদের এ বক্তব্য যথোচিত নয়। কারণ-হাদীস বিশারদগণ উক্ত হাদীসের ব্যাখ্যায় বলেছেন যে, এই হাদীস দ্বারা উদ্দেশ্য হলো- আযান, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম–এর সামনে নিকটবর্তী স্থানেই দেয়া হতো। আর তখন যেহেতু মসজিদে নববী বেশী চওড়া ছিল না এবং মসজিদের মিম্বর বরাবর সামনের দিকে একটি দরজাও ছিল, সুতরাং নবী করীম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে আযান দিতে গেলে তা দরজায় কাছে দাঁড়িয়ে দিতে হতো। এভাবে ইমামের সামনে আযান দেয়াই সমস্ত উম্মতে মুহাম্মদীয়ার আমল হয়ে আসছে।


(প্রমাণঃ শামী ২:১৬১# আবূ দাউদ শরীফ ১:১৫৫# এলাউস্সুনান ৮:৭৬# আহসানুল ফাতাওয়া ৪:১২৭# ফাতাওয়া মাহমূদীয়া ২:৫৮# মাসায়েলে নামাযে জুম‘আ ১৫৭-১৫৮)


عن السائب بن يزيد قال كان يؤذن بين يدي رسول الله صلي الله عليه وسلم اذا جلس علي المنبر يوم الجمعة علي باب المسجد..................(ابو داؤد:1/155)