elektronik sigara

ইসলামী যিন্দেগী এ্যাপের নতুন আপডেট এসেছে। আমরা যারা মোবাইল ফোন ব্যবহারকারী, আমরা সবাই ইসলামী যিন্দেগী এ্যাপটি আপডেট করে নেই।

 

ইসলামী যিন্দেগী এ্যাপ ব্যবহারকারীদের সকলকে জানানো যাচ্ছে যে, অনেক লম্বা সময় ধরে আমাদের ২টি ওয়েবসাইটই হ্যাক হচ্ছিল। ফলে আমাদের ব্যবহারকারীরা ঠিকমতো কিতাব, প্রবন্ধ ডাউনলোড করতে, পড়তে এবং বয়ান ডাউনলোড করতে, শুনতে অসুবিধা বোধ করছিল। এছাড়াও আরো অনেক ধরনের সমস্যা হচ্ছিল। ফলে ব্যবহারকারীদের সুবিধার জন্য এবং হ্যাকারদের থেকে আরো বেশী নিরাপদে থাকার জন্য আমরা আমাদের এ্যাপটি আপডেট করেছি।

 

আলহামদুলিল্লাহ, বর্তমান আপডেটে অনেক নতুন দীনী প্রয়োজনীয় জিনিস সংযোগ করা হয়েছে যা যে কোন দীনদার ব্যবহারকারীর জন্য আনন্দের বিষয় হবে বলে আশা করি।

 

যেহেতু আমরা সম্পূর্ণ নতুনভাবে কাজ করেছি তাই এ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে প্রথম দিকে আপনাদের সমস্যা মনে হতে পারে। কিন্তু পরবর্তীতে তা আগের চেয়ে আরো সহজ মনে হবে ইনশাআল্লাহ। আর আমরা এখন পুরোদমে কাজ করে যাচ্ছি তাই আপনাদের নজরে কোন ভুল বা অসঙ্গতি নজরে পড়লে আমাদের উপর নারাজ না হয়ে সুপরামর্শ দেয়ার বিশেষ আবেদন রইলো।

 

পরামর্শ দেয়ার ঠিকানা: islamijindegi@gmail.com

 

এতোদিন আমরা ২টি ওয়েবসাইট চালিয়েছি www.darsemansoor.com এবং www.islamijindegi.com আমরা এই ‍দুটি এ্যাপের সমস্ত তথ্য সহ আরো অনেক জিনিস নতুন সংযোগ করে একটি ওয়েবসাইট তৈরী করেছি। সবাইকে উক্ত ওয়েবসাইটে ভিজিট করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

www.islamidars.com

ইনশাআল্লাহ জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় দাওয়াতুল হকের মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ২৯শে সফর, ১৪৪৫ হিজরী, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ ঈসা‘য়ী, শুক্রবার (ফজর নামাযের পরপরই শুরু হবে ইনশাআল্লাহ)

হযরতওয়ালা দা.বা. কর্তৃক সংকলিত চিরস্থায়ী ক্যালেন্ডার ডাউনলোড করতে চাইলে এ্যাপের “সর্বশেষ সংবাদ” এ ভিজিট করুন।

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা এর লিখিত সকল কিতাব পাওয়ার জন্য এ্যাপের “সর্বশেষ সংবাদ” থেকে তথ্য সংগ্রহ করুন।

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা. এর নিজস্ব ওয়েব সাইট www.darsemansoor.com এ ভিজিট করুন।

মাযূরের সংজ্ঞা ও হুকুম

তারিখ : ১৪ - ফেব্রুয়ারী - ২০১৮  

জিজ্ঞাসাঃ

(ক) আমি একজন পাইলসের রোগী। মাঝে মাঝে আমার এরূপ হয় যে উযু করার পর পায়খানার রাস্তা দিয়ে সামান্য হাওয়া বের হয়ে যায়। এমতাবস্থায় আমি মাযূর হিসেবে গণ্য হব কি-না? এবং উক্ত উযু দ্বারা নামায আদায় করা জায়িয হবে কি-না?

(খ) আর যদি আমি মাযূর হিসেবে গণ্য হই, তাহলে ফজরের উযু দ্বারা ইশরাকের নামায ও কুরআন তিলাওয়াত জায়িয হবে কি-না? শরী‘আতের দৃষ্টিতে মাযূরের সংজ্ঞা কি?


জবাবঃ


(ক) উযু করার পর মাঝে মাঝে পায়খানার রাস্তা দিয়ে সামান্য হাওয়া বের হলে সে মাযূর হিসেবে গণ্য হবে না এবং একবার উযু করার পর হাওয়া বের হলে উযু দ্বারা তার পক্ষে পুরো ওয়াক্তের নামায পড়া সহীহ হবে না। বরং বায়ু ‍নির্গত হওয়ার সঙ্গে সঙ্গে নতুনভাবে উযু করে নামায আদায় করতে হবে।


(খ) মাযূর ব্যক্তি ফজরের উযু দ্বারা ইশরাকের নামায ও কুরআন তিলাওয়াত করতে পারবে না। তবে সে একবার উযু করে ওয়াক্তের মধ্যে সবরকমের নামায পড়তে ও তিলাওয়াত করতে পারবে।


মাযূর হওয়ার জন্য শর্ত হল, যে কোন ফরজ নামাজের পূর্ণ সময়ের মধ্যে এতটুকু সময় পবিত্র হওয়ার সুযোগ না পাওয়া, যাতে উযু করে ফরয নামায আদায় করা যায়, তাহলে এমন ব্যক্তিকে মাযূর হিসেবে গণ্য করা হবে এবং এমন ব্যক্তি এক উযু দ্বারা ওয়াক্তের মধ্যে ফরজ ও নফল নামায ও তিলাওয়াত যত ইচ্ছা আদায় করতে পারবে। তবে যখন ওয়াক্ত শেষ হয়ে যাবে অথবা ওয়াক্তের মধ্যে নির্দিষ্ট ওজর ছাড়া উযু ভঙ্গের অন্য কোন কারণ পাওয়া যাবে, তখন তার উযু নষ্ট হয়ে যাবে। উল্লেখ্য যে, একবার মাযূর হওয়ার পর উক্ত ওযর পরবর্তী ওয়াক্তে কেবলমাত্র একবার দেখা দেওয়াই যথেষ্ট। পূর্ণ সময় দেখা দেয়া জরুরী নয়। তবে উক্ত ওজর যদি পূর্ণ ওয়াক্তের মধ্যে একবারও দেখা না দেয় তাহলে তখন থেকেই সে আর মাযূর ‍থাকবে না। [প্রমাণঃ দুররে মুখতার, ১:৩০৫,  হিদায়া ১:৬৭, আহসানুল ফাতাওয়া ১:৭৫, ]


 و صاحب عذر من به سلس البول إن استوعب عذره تمام وقت صلاة مفروضة بان لايجد في جميع وقتها زمانا يتوضأ ويصلي فيه خاليا عن الحدث-  (الدر المختار 1/305


والمستحاضة ومن به سلس البول و الرعاف الدائم و الجرح الذي لا يرقأ يتوضؤن لوقت كل صلاة فيصلون بذالك الوضوء في الوقت ماشاؤا من الفرائض و النوافل-  (الهداية 1/67