elektronik sigara

ইসলামী যিন্দেগী এ্যাপের নতুন আপডেট এসেছে। আমরা যারা মোবাইল ফোন ব্যবহারকারী, আমরা সবাই ইসলামী যিন্দেগী এ্যাপটি আপডেট করে নেই।

 

ইসলামী যিন্দেগী এ্যাপ ব্যবহারকারীদের সকলকে জানানো যাচ্ছে যে, অনেক লম্বা সময় ধরে আমাদের ২টি ওয়েবসাইটই হ্যাক হচ্ছিল। ফলে আমাদের ব্যবহারকারীরা ঠিকমতো কিতাব, প্রবন্ধ ডাউনলোড করতে, পড়তে এবং বয়ান ডাউনলোড করতে, শুনতে অসুবিধা বোধ করছিল। এছাড়াও আরো অনেক ধরনের সমস্যা হচ্ছিল। ফলে ব্যবহারকারীদের সুবিধার জন্য এবং হ্যাকারদের থেকে আরো বেশী নিরাপদে থাকার জন্য আমরা আমাদের এ্যাপটি আপডেট করেছি।

 

আলহামদুলিল্লাহ, বর্তমান আপডেটে অনেক নতুন দীনী প্রয়োজনীয় জিনিস সংযোগ করা হয়েছে যা যে কোন দীনদার ব্যবহারকারীর জন্য আনন্দের বিষয় হবে বলে আশা করি।

 

যেহেতু আমরা সম্পূর্ণ নতুনভাবে কাজ করেছি তাই এ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে প্রথম দিকে আপনাদের সমস্যা মনে হতে পারে। কিন্তু পরবর্তীতে তা আগের চেয়ে আরো সহজ মনে হবে ইনশাআল্লাহ। আর আমরা এখন পুরোদমে কাজ করে যাচ্ছি তাই আপনাদের নজরে কোন ভুল বা অসঙ্গতি নজরে পড়লে আমাদের উপর নারাজ না হয়ে সুপরামর্শ দেয়ার বিশেষ আবেদন রইলো।

 

পরামর্শ দেয়ার ঠিকানা: islamijindegi@gmail.com

 

এতোদিন আমরা ২টি ওয়েবসাইট চালিয়েছি www.darsemansoor.com এবং www.islamijindegi.com আমরা এই ‍দুটি এ্যাপের সমস্ত তথ্য সহ আরো অনেক জিনিস নতুন সংযোগ করে একটি ওয়েবসাইট তৈরী করেছি। সবাইকে উক্ত ওয়েবসাইটে ভিজিট করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

www.islamidars.com

ইনশাআল্লাহ জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় দাওয়াতুল হকের মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ২৯শে সফর, ১৪৪৫ হিজরী, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ ঈসা‘য়ী, শুক্রবার (ফজর নামাযের পরপরই শুরু হবে ইনশাআল্লাহ)

হযরতওয়ালা দা.বা. কর্তৃক সংকলিত চিরস্থায়ী ক্যালেন্ডার ডাউনলোড করতে চাইলে এ্যাপের “সর্বশেষ সংবাদ” এ ভিজিট করুন।

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা এর লিখিত সকল কিতাব পাওয়ার জন্য এ্যাপের “সর্বশেষ সংবাদ” থেকে তথ্য সংগ্রহ করুন।

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা. এর নিজস্ব ওয়েব সাইট www.darsemansoor.com এ ভিজিট করুন।

মসজিদের মিম্বারে বসা

তারিখ : ১৪ - ফেব্রুয়ারী - ২০১৮  

জিজ্ঞাসাঃ

সাধারণতঃ একটি মিম্বারের তিনটি সিঁড়ি থাকে। অনেক আলেম বলে থাকেন যে , রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের সিঁড়িতে বসে ওয়ায করতেন এবং দাঁড়িয়ে খুৎবা পাঠ করতেন। তাই উপরের সিঁড়িতে বসে ওয়ায বা খুৎবা পাঠ করা আমাদের কোন ক্রমেই উচিত নয়। আবার অনেককে দেখতে পাই, প্রথম সিঁড়ির উপর বসে ওয়ায-নসীহত করতে। কিন্তু খুৎবা পাঠ করেন না। প্রথম সিঁড়ির উপর বসা নিয়ে মাঝে মধ্যে দলীলও দিয়ে থাকেন। সবাই এটা মেনে নিতে পারে না। তাই উপরোক্ত সমস্যার সমাধান দিয়ে আমাদের দ্বিধা সংকোচকে দূর করার জন্য অনুরোধ করছি।


জবাবঃ


মসজিদে নববীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য সর্বপ্রথম কাঠের যে মিম্বর নির্মাণ করা হয়েছিল। তার তিনটি তাক বা স্তর ছিল। এ কারনে মিম্বারে তিনটি তাক হওয়া সুন্নাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে দাঁড়িয়ে খুৎবা প্রদান করতেন। এরপর হযরত আবু বকর রা. স্বীয় খেলাফত কালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সম্মানার্থে উপরের তাকে দাঁড়িয়ে খুৎবাহ না দিয়ে মাঝের তাকে দাঁড়িয়ে খুৎবাহ দিতেন। এরপর হযরত উমর রা. স্বীয় খেলাফতের যমানায় হুজুর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকরের রাযি. প্রতি সম্মান প্রদর্শন করে উপরে এবং মাঝের তাকে না দাঁড়িয়ে নীচের তাকে দাঁড়িয়ে খুৎবাহ দিতেন। এখন ইমামের জন্য যেকোন তাকে দাঁড়িয়ে খুৎবাহ দেওয়ার অনুমতি আছে। কেননা- তিনটি পদ্ধতিই নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের থেকে প্রমাণিত আছে। (প্রমানঃ শামী, ২:১৬১, # ইমদাদুল মুফতীন, ৩৭৪পৃ: # আহসানুল ফাতাওয়া ৪:১২০)


اذا جلس علي المنبر..... ومن السنة ان يخطب عليه اقتداء به صلي الله عليه وسلم ومنبره صلي الله عليه وسلم كان ثلاث درج غير المسماة بامستراح- (رد المحتار:2/161)