elektronik sigara

ইসলামী যিন্দেগী এ্যাপের নতুন আপডেট এসেছে। আমরা যারা মোবাইল ফোন ব্যবহারকারী, আমরা সবাই ইসলামী যিন্দেগী এ্যাপটি আপডেট করে নেই।

 

ইসলামী যিন্দেগী এ্যাপ ব্যবহারকারীদের সকলকে জানানো যাচ্ছে যে, অনেক লম্বা সময় ধরে আমাদের ২টি ওয়েবসাইটই হ্যাক হচ্ছিল। ফলে আমাদের ব্যবহারকারীরা ঠিকমতো কিতাব, প্রবন্ধ ডাউনলোড করতে, পড়তে এবং বয়ান ডাউনলোড করতে, শুনতে অসুবিধা বোধ করছিল। এছাড়াও আরো অনেক ধরনের সমস্যা হচ্ছিল। ফলে ব্যবহারকারীদের সুবিধার জন্য এবং হ্যাকারদের থেকে আরো বেশী নিরাপদে থাকার জন্য আমরা আমাদের এ্যাপটি আপডেট করেছি।

 

আলহামদুলিল্লাহ, বর্তমান আপডেটে অনেক নতুন দীনী প্রয়োজনীয় জিনিস সংযোগ করা হয়েছে যা যে কোন দীনদার ব্যবহারকারীর জন্য আনন্দের বিষয় হবে বলে আশা করি।

 

যেহেতু আমরা সম্পূর্ণ নতুনভাবে কাজ করেছি তাই এ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে প্রথম দিকে আপনাদের সমস্যা মনে হতে পারে। কিন্তু পরবর্তীতে তা আগের চেয়ে আরো সহজ মনে হবে ইনশাআল্লাহ। আর আমরা এখন পুরোদমে কাজ করে যাচ্ছি তাই আপনাদের নজরে কোন ভুল বা অসঙ্গতি নজরে পড়লে আমাদের উপর নারাজ না হয়ে সুপরামর্শ দেয়ার বিশেষ আবেদন রইলো।

 

পরামর্শ দেয়ার ঠিকানা: islamijindegi@gmail.com

 

এতোদিন আমরা ২টি ওয়েবসাইট চালিয়েছি www.darsemansoor.com এবং www.islamijindegi.com আমরা এই ‍দুটি এ্যাপের সমস্ত তথ্য সহ আরো অনেক জিনিস নতুন সংযোগ করে একটি ওয়েবসাইট তৈরী করেছি। সবাইকে উক্ত ওয়েবসাইটে ভিজিট করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

www.islamidars.com

ইনশাআল্লাহ জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় দাওয়াতুল হকের মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ২৯শে সফর, ১৪৪৫ হিজরী, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ ঈসা‘য়ী, শুক্রবার (ফজর নামাযের পরপরই শুরু হবে ইনশাআল্লাহ)

হযরতওয়ালা দা.বা. কর্তৃক সংকলিত চিরস্থায়ী ক্যালেন্ডার ডাউনলোড করতে চাইলে এ্যাপের “সর্বশেষ সংবাদ” এ ভিজিট করুন।

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা এর লিখিত সকল কিতাব পাওয়ার জন্য এ্যাপের “সর্বশেষ সংবাদ” থেকে তথ্য সংগ্রহ করুন।

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা. এর নিজস্ব ওয়েব সাইট www.darsemansoor.com এ ভিজিট করুন।

পিতার ওসীয়্যতের কারণে হজ্জ ফরয না হওয়া সত্ত্বেও বদলী হজ্জ আদায়

তারিখ : ১৪ - ফেব্রুয়ারী - ২০১৮  

জিজ্ঞাসাঃ

আমার পিতার উপর হজ্জ ফরয ছিল। কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি হজ্জ করতে পারেননি। এরপর তিনি একসিডেন্ট হয়ে মারা যান। তিনি মৃত্যুর পূর্বে তার পক্ষ থেকে আমাকে বদলী হজ্জ করার জন্য ওসীয়্যত করে গেছেন। এখন কথা হলো, আমার উপর হজ্জ ফরয হয়নি। আমি হজ্জ করলে পিতার হজ্জ আদায় হবে কি-না?


জবাবঃ


আপনার পিতার হজ্জ করার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও যেহেতু হজ্জ করতে না পেরে আপনাকে বদলী হজ্জ করার জন্য ওসীয়্যত করে গেছেন। এখন দেখতে হবে যে, তিনি হজ্জের জন্য টাকা রেখে গেছেন কি-না। যদি টাকাও রেখে যেয়ে থাকেন, তাহলে সে ক্ষেত্রে আপনার নিজের উপর হজ্জ ফরয হোক বা না হোক, আপনার পিতার ওসীয়্যত পূর্ণ করার জন্য মাসাইল জেনে নিয়ে আপনাকেই বদলী হজ্জ করতে হবে। কারণ, এটা আপনার উপর ওসীয়্যত। তবে যদি আপনার কোন সমস্যা থাকে, তাহলে এক্ষেত্রে অন্য কারো দ্বারাও বদলী হজ্জ করাতে পারবেন। তাতে আপনার পিতার পক্ষ থেকে হজ্জ সহীহ হয়ে যাবে। আর যদি আপনার পিতা হজ্জের জন্য মাল না রেখে  যান, তাহলে আপনার উপর বদলী হজ্জ করা জরুরী নয়। তবে যদি আপনার তাওফীক থাকে, তাহলে পিতাকে মুক্ত করার জন্য নিজস্ব টাকা দ্বারা বদলী হজ্জ আপনার জন্য উত্তম এবং বিরাট সাওয়াবের কাজ। উল্লেখ্য, আপনার উপর হজ্জ ফরয হলে সেক্ষেত্রে আপনার নিজের হজ্জ আগে করতে হত। তারপরে পিতার বদলী হজ্জ করতে হবে। কিন্তু এখন আপনার উপর যেহেতু হজ্জ ফরয নয়। সুতরাং নিজে হজ্জ না করা সত্ত্বেও পিতার বদলী হজ্জ করতে পারবেন। সুতরাং এখন থেকে হজ্জের মাসআলা শিখেতে শুরু করুন এবং কোন ভাল আলেমের সাথে হজ্জের সফর করুন।


(প্রমাণঃ আযীযুল ফাতাওয়া ৩৯৩ # ফাতাওয়া দারুল উলূম ৬:৫৫৯-৭২# আদদুররুল মুখতার ২:৫৯৯)


وبشرط الامر به اي بالحج عنه فلا يجوز حج الغير بغير اذنه الا اذا حج او الحج الوارث عن مورثه.  (الدر المختار:2/599)