elektronik sigara

ইসলামী যিন্দেগী এ্যাপের নতুন আপডেট এসেছে। আমরা যারা মোবাইল ফোন ব্যবহারকারী, আমরা সবাই ইসলামী যিন্দেগী এ্যাপটি আপডেট করে নেই।

 

ইসলামী যিন্দেগী এ্যাপ ব্যবহারকারীদের সকলকে জানানো যাচ্ছে যে, অনেক লম্বা সময় ধরে আমাদের ২টি ওয়েবসাইটই হ্যাক হচ্ছিল। ফলে আমাদের ব্যবহারকারীরা ঠিকমতো কিতাব, প্রবন্ধ ডাউনলোড করতে, পড়তে এবং বয়ান ডাউনলোড করতে, শুনতে অসুবিধা বোধ করছিল। এছাড়াও আরো অনেক ধরনের সমস্যা হচ্ছিল। ফলে ব্যবহারকারীদের সুবিধার জন্য এবং হ্যাকারদের থেকে আরো বেশী নিরাপদে থাকার জন্য আমরা আমাদের এ্যাপটি আপডেট করেছি।

 

আলহামদুলিল্লাহ, বর্তমান আপডেটে অনেক নতুন দীনী প্রয়োজনীয় জিনিস সংযোগ করা হয়েছে যা যে কোন দীনদার ব্যবহারকারীর জন্য আনন্দের বিষয় হবে বলে আশা করি।

 

যেহেতু আমরা সম্পূর্ণ নতুনভাবে কাজ করেছি তাই এ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে প্রথম দিকে আপনাদের সমস্যা মনে হতে পারে। কিন্তু পরবর্তীতে তা আগের চেয়ে আরো সহজ মনে হবে ইনশাআল্লাহ। আর আমরা এখন পুরোদমে কাজ করে যাচ্ছি তাই আপনাদের নজরে কোন ভুল বা অসঙ্গতি নজরে পড়লে আমাদের উপর নারাজ না হয়ে সুপরামর্শ দেয়ার বিশেষ আবেদন রইলো।

 

পরামর্শ দেয়ার ঠিকানা: islamijindegi@gmail.com

 

এতোদিন আমরা ২টি ওয়েবসাইট চালিয়েছি www.darsemansoor.com এবং www.islamijindegi.com আমরা এই ‍দুটি এ্যাপের সমস্ত তথ্য সহ আরো অনেক জিনিস নতুন সংযোগ করে একটি ওয়েবসাইট তৈরী করেছি। সবাইকে উক্ত ওয়েবসাইটে ভিজিট করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

www.islamidars.com

ইনশাআল্লাহ জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় দাওয়াতুল হকের মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ২৯শে সফর, ১৪৪৫ হিজরী, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ ঈসা‘য়ী, শুক্রবার (ফজর নামাযের পরপরই শুরু হবে ইনশাআল্লাহ)

হযরতওয়ালা দা.বা. কর্তৃক সংকলিত চিরস্থায়ী ক্যালেন্ডার ডাউনলোড করতে চাইলে এ্যাপের “সর্বশেষ সংবাদ” এ ভিজিট করুন।

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা এর লিখিত সকল কিতাব পাওয়ার জন্য এ্যাপের “সর্বশেষ সংবাদ” থেকে তথ্য সংগ্রহ করুন।

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা. এর নিজস্ব ওয়েব সাইট www.darsemansoor.com এ ভিজিট করুন।

ক্বিরান ও তামাত্তুকারীদের কুরবানী ব্যাংকের মাধ্যমে করা

তারিখ : ১৪ - ফেব্রুয়ারী - ২০১৮  

জিজ্ঞাসাঃ 

হজ্জের সময় ক্বিরান ও তামাত্তুকারীর যে কুরবানী করতে হয়, তা স্বহস্তে করা জরুরী, না ব্যাংকের মাধ্যমে করলেও চলবে?

 


জবাবঃ


আহনাফের নিকট ক্বিরান ও তামাত্তুকারীর জন্য ১০ই যিলহজ্জ-এর করণীয় কাজ সমূহের মধ্যে তারতীব ওয়াজিব। কাজেই ১০ তারিখে জামরায়ে আকাবাতে বড় শয়তানকে কংকর মারার পর প্রথম কাজ হল কুরবানী করা। তারপর ইহরাম খুলে হালাল হয়ে তাওয়াফে যিয়ারতের জন্য বাইতুল্লাহ শরীফ যাওয়া।


কাজেই তামাত্তুকারী বা ক্বিরানকারী স্বহস্তে কুরবানী করে হালাল হয়ে যাবে। কিন্তু, যদি ব্যাংকের মাধ্যমে কুরবানী করতে চায়, তাহলে এতে কুরবানীর সময় অনিশ্চিত হয়ে যাবে এবং মাথা মুণ্ডিয়ে ইহরাম খুলতে অসুবিধায় পড়বে। কারণ-কুরবানী না করে মাথা মুণ্ডিয়ে হালাল হলে তারতীব ঠিক না থাকার কারণে দম দিতে হবে। কাজেই হানাফী মাযহাব অনুযায়ী ব্যাংকের মাধ্যমে কুরবানী করা যাবে না। বরং ওখানের খোলা মার্কেটে গিয়ে নিজ হাতে বা অন্যের হাতে করালে নিজে সামনে থেকে ভেড়া, দুম্বা ও বকরী কুরবানী করা উচিৎ। খোলা মার্কেটে গিয়ে উট কুরবানী করাও ঠিক নয়। কারণ, উট নিজে কুরবানী করা যায় না, অন্যের মাধ্যমে করাতে হয়। তাতেও কুরবানী করতে অনেক বিলম্ব হয়ে যেতে পারে এবং কুরবানীর পর হালাল হয়ে ঐদিন তাওয়াফে যিয়ারত সম্ভব নাও হতে পারে।[প্রমাণঃ হিদায়া ১:২৫০]


قال ثم يذبح ان احب ثم يحلق او يقصر لماروى عن رسول الله صلى الله عليه وسلم انه قال ان اول نسكنا في يومنا هذا ان نرمي ثم نذبح ثم نحلق ولان الحلق من اسباب التحلل وكذا الذبح حتى يتحلل.  (الهداية:1/250)