elektronik sigara

ইসলামী যিন্দেগী এ্যাপের নতুন আপডেট এসেছে। আমরা যারা মোবাইল ফোন ব্যবহারকারী, আমরা সবাই ইসলামী যিন্দেগী এ্যাপটি আপডেট করে নেই।

 

ইসলামী যিন্দেগী এ্যাপ ব্যবহারকারীদের সকলকে জানানো যাচ্ছে যে, অনেক লম্বা সময় ধরে আমাদের ২টি ওয়েবসাইটই হ্যাক হচ্ছিল। ফলে আমাদের ব্যবহারকারীরা ঠিকমতো কিতাব, প্রবন্ধ ডাউনলোড করতে, পড়তে এবং বয়ান ডাউনলোড করতে, শুনতে অসুবিধা বোধ করছিল। এছাড়াও আরো অনেক ধরনের সমস্যা হচ্ছিল। ফলে ব্যবহারকারীদের সুবিধার জন্য এবং হ্যাকারদের থেকে আরো বেশী নিরাপদে থাকার জন্য আমরা আমাদের এ্যাপটি আপডেট করেছি।

 

আলহামদুলিল্লাহ, বর্তমান আপডেটে অনেক নতুন দীনী প্রয়োজনীয় জিনিস সংযোগ করা হয়েছে যা যে কোন দীনদার ব্যবহারকারীর জন্য আনন্দের বিষয় হবে বলে আশা করি।

 

যেহেতু আমরা সম্পূর্ণ নতুনভাবে কাজ করেছি তাই এ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে প্রথম দিকে আপনাদের সমস্যা মনে হতে পারে। কিন্তু পরবর্তীতে তা আগের চেয়ে আরো সহজ মনে হবে ইনশাআল্লাহ। আর আমরা এখন পুরোদমে কাজ করে যাচ্ছি তাই আপনাদের নজরে কোন ভুল বা অসঙ্গতি নজরে পড়লে আমাদের উপর নারাজ না হয়ে সুপরামর্শ দেয়ার বিশেষ আবেদন রইলো।

 

পরামর্শ দেয়ার ঠিকানা: islamijindegi@gmail.com

 

এতোদিন আমরা ২টি ওয়েবসাইট চালিয়েছি www.darsemansoor.com এবং www.islamijindegi.com আমরা এই ‍দুটি এ্যাপের সমস্ত তথ্য সহ আরো অনেক জিনিস নতুন সংযোগ করে একটি ওয়েবসাইট তৈরী করেছি। সবাইকে উক্ত ওয়েবসাইটে ভিজিট করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

www.islamidars.com

ইনশাআল্লাহ জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় দাওয়াতুল হকের মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ২৯শে সফর, ১৪৪৫ হিজরী, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ ঈসা‘য়ী, শুক্রবার (ফজর নামাযের পরপরই শুরু হবে ইনশাআল্লাহ)

হযরতওয়ালা দা.বা. কর্তৃক সংকলিত চিরস্থায়ী ক্যালেন্ডার ডাউনলোড করতে চাইলে এ্যাপের “সর্বশেষ সংবাদ” এ ভিজিট করুন।

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা এর লিখিত সকল কিতাব পাওয়ার জন্য এ্যাপের “সর্বশেষ সংবাদ” থেকে তথ্য সংগ্রহ করুন।

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা. এর নিজস্ব ওয়েব সাইট www.darsemansoor.com এ ভিজিট করুন।

কুরবানীর চামড়া ঈদগাহ মাঠের জন্য দান

তারিখ : ১৪ - ফেব্রুয়ারী - ২০১৮  

জিজ্ঞাসাঃ

আমাদের এখানে একজন আলেম বলেছেন যে, কুরবানীর পশুর চামড়া বিক্রি না করে ঈদগাহ মাঠ প্রশস্ত করার জন্য দান করলে তা জায়িয হবে। এ মর্মে ৬৪ টি চামড়া আদায় করে প্রায় ৪২ হাজার টাকা বিক্রয় করা হয়েছে। এখন জানার বিষয় হলো এটা মাসআলা অনুযায়ী জায়িয হবে কি-না?

 


জবাবঃ


কুরবানীর চামড়া বিক্রী না করে মালিক নিজের ব্যবহার উপযোগী কোন জিনিষ  বানিয়ে নিজের কাজে লাগাতে পারেন। যেমন- জায়নামায, দস্তরখান, পানি রাখার পাত্র ইত্যাদি। অথবা কোন গরীব-মিসকীনকে দান করে দিতে পারেন যাতে সে উক্ত চামড়ার মালিক হয়ে যায়। কিন্তু কুরবানীর চামড়া বিক্রি করে দিলে, তার মূল্য সদকা করা ওয়াজিব। উল্লেখ্য যে, যে সমম্ত ক্ষেত্রে দানের দ্বারা নির্দিষ্ট কোন ব্যক্তিকে মালিক বানানো হয় না, সে সমস্ত ক্ষেত্রে কুরবানীর চামড়া বা তার মূল্য দান করা জায়িয নয়। সুতরাং প্রশ্নে বর্ণিত ক্ষেত্রে ঈদগাহে দান করাতে যেহেতু কোন নির্দিষ্ট ব্যক্তির মালিকানা পাওয়া যায় না, সেহেতু কুরবানীর চামড়া বা তার মূল্য ঈদগাহে দান করা জায়িয নয়। এখন ঈদগাহের জন্য চাঁদা কালেকশন করে তার সম্প্রসারণ করতে হবে এবং ফাণ্ড থেকে কুরবানীর চামড়ার সমুদয় টাকা গরীব-মিসকীনদের বন্টন করে দিতে হবে।[প্রমাণঃ হিদায়া ৪:৪৫০]


قال ويتصدق جلدها لانه جزء منها او يعمل منه الة تستعمل في البيت .   (الهداية:4/450)