elektronik sigara

ইসলামী যিন্দেগী এ্যাপের নতুন আপডেট এসেছে। আমরা যারা মোবাইল ফোন ব্যবহারকারী, আমরা সবাই ইসলামী যিন্দেগী এ্যাপটি আপডেট করে নেই।

 

ইসলামী যিন্দেগী এ্যাপ ব্যবহারকারীদের সকলকে জানানো যাচ্ছে যে, অনেক লম্বা সময় ধরে আমাদের ২টি ওয়েবসাইটই হ্যাক হচ্ছিল। ফলে আমাদের ব্যবহারকারীরা ঠিকমতো কিতাব, প্রবন্ধ ডাউনলোড করতে, পড়তে এবং বয়ান ডাউনলোড করতে, শুনতে অসুবিধা বোধ করছিল। এছাড়াও আরো অনেক ধরনের সমস্যা হচ্ছিল। ফলে ব্যবহারকারীদের সুবিধার জন্য এবং হ্যাকারদের থেকে আরো বেশী নিরাপদে থাকার জন্য আমরা আমাদের এ্যাপটি আপডেট করেছি।

 

আলহামদুলিল্লাহ, বর্তমান আপডেটে অনেক নতুন দীনী প্রয়োজনীয় জিনিস সংযোগ করা হয়েছে যা যে কোন দীনদার ব্যবহারকারীর জন্য আনন্দের বিষয় হবে বলে আশা করি।

 

যেহেতু আমরা সম্পূর্ণ নতুনভাবে কাজ করেছি তাই এ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে প্রথম দিকে আপনাদের সমস্যা মনে হতে পারে। কিন্তু পরবর্তীতে তা আগের চেয়ে আরো সহজ মনে হবে ইনশাআল্লাহ। আর আমরা এখন পুরোদমে কাজ করে যাচ্ছি তাই আপনাদের নজরে কোন ভুল বা অসঙ্গতি নজরে পড়লে আমাদের উপর নারাজ না হয়ে সুপরামর্শ দেয়ার বিশেষ আবেদন রইলো।

 

পরামর্শ দেয়ার ঠিকানা: islamijindegi@gmail.com

 

এতোদিন আমরা ২টি ওয়েবসাইট চালিয়েছি www.darsemansoor.com এবং www.islamijindegi.com আমরা এই ‍দুটি এ্যাপের সমস্ত তথ্য সহ আরো অনেক জিনিস নতুন সংযোগ করে একটি ওয়েবসাইট তৈরী করেছি। সবাইকে উক্ত ওয়েবসাইটে ভিজিট করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

www.islamidars.com

ইনশাআল্লাহ জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় দাওয়াতুল হকের মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ২৯শে সফর, ১৪৪৫ হিজরী, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ ঈসা‘য়ী, শুক্রবার (ফজর নামাযের পরপরই শুরু হবে ইনশাআল্লাহ)

হযরতওয়ালা দা.বা. কর্তৃক সংকলিত চিরস্থায়ী ক্যালেন্ডার ডাউনলোড করতে চাইলে এ্যাপের “সর্বশেষ সংবাদ” এ ভিজিট করুন।

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা এর লিখিত সকল কিতাব পাওয়ার জন্য এ্যাপের “সর্বশেষ সংবাদ” থেকে তথ্য সংগ্রহ করুন।

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা. এর নিজস্ব ওয়েব সাইট www.darsemansoor.com এ ভিজিট করুন।

অন্যকে দিয়ে রমী করানো ও সূর্যোদয়ের পূর্বে বা সূর্য ডুবার পরে রমী করা

তারিখ : ১৪ - ফেব্রুয়ারী - ২০১৮  

জিজ্ঞাসাঃ

১০ই যিলহজ্জ ভীড়ের কারণে যদি কেউ নিজে রমীয়ে জিমার না করে অন্যের দ্বারা করিয়ে নেয় বা সূর্যোদয়ের পূর্বেই রমীয়ে জিমার করে ফেলে বা কোন পুরুষ ১০ তারিখ সূর্য ডুবার পর রমী অথবা দূরে থেকে করে চলে যায়, তাহলে তার রমী আদায় হবে কি-না? বিশেষ করে মহিলা বা বয়স্কদের ক্ষেত্রে এ ধরনের কোন সুযোগ আছে কি?


জবাবঃ


দাঁড়িয়ে নামায পড়ার মত শক্তি থাকলে এবং রমীর স্থানে পৌঁছা সম্ভব হলে, টাকা-পয়সার বিনিময়ে বা বিনিময় ছাড়া রমীর বদলী করানো চলবে না। আর যদি এতটুকু শক্তিও না থাকে, তাহলে সেক্ষেত্রে অন্যাকে দিয়ে করালে আদায় হয়ে যাবে। এ বিয়ষ পুরুষ, মহিলা বা বয়স্কদের ব্যাপারে কোন পার্থক্য নেই।


১০ই যিলহজ্জ সূর্যোদয়ের পূর্বে এবং সেদিন সূর্যাস্তের পর হতে পরদিন সুবহে সাদিক পর্যন্ত সুস্থ পুরুষদের জন্য রমী করা মাকরূহ। কিন্তু বৃদ্ধা বা অসুস্থ অথবা মেয়েলোকদের জন্য ১০ তারিখ সুবেহ সাদিকের পর সূর্যোদয়ের পূর্বে বা সূর্যাস্তের পর সুবহে সাদিক পর্যন্ত রমী করা জায়িয আছে।


তেমনিভাবে প্রচন্ড ভীড়ের কারণে যদি জানের আশংকা দেখা দেয়, তাহলে সুস্থ পুরুষদের জন্যও সূর্য ডুবার পর রমী করা জায়িয আছে।


সর্বাবস্থায় রমীর স্থলে নির্মিত স্তম্ভের গণ্ডির মধ্যে কংকর নিক্ষেপ করতে হবে। পাথর যদি স্তম্ভের পার্শ্বের ঘেরাওকৃত দেয়ালের বাইরে পড়ে যায়. তাহলে  রমী আদায় হবে না। অতএব, অনেক দূর থেকে কংকর নিক্ষেপ করে চলে গেলে আদায় না হওয়াই স্বাভাবিক। (প্রমাণঃ আদদুররুল মুখতার ২:৫১৩-৫১৫# মু‘আল্লিমুল হুজ্জাজ ১৬৮-১৮১)


في الدر المختار ولو وقعت على ظهر رجل او جمل ان وقعت بنفسها بقرب الجمرة جاز والا لا.


وفي رد المحتار او وقعت بنفسها لكن بعيد امن الجمرة . (2/513)


وفي رد المحتار تحت قوله: "ويكره للفجر" اي من الغروب الى الفجر وكذا يكره قبل طلوع الشمس وهذا عند عدم العذر فلا اسائة برمي الضعفة قبل الشمس . (الدر المختار:2/515)