হযরতওয়ালা মুফতী সাহেব হুজুর দা.বা. আগামীকাল (০৩.০৩.২০২৩ ঈসায়ী) জুমু‘আর নামায পড়াতে খিলগাও বাজার মসজিদে আসবেন না।
রজব মাস শুরু হলেই প্রিয় নবী ﷺ এই দু‘আ খুব বেশী করে পড়তেন: اَللّهُمَّ بَارِكْ لَنَا فِيْ رَجَبَ وَشَعْبَانَ وَبَلِّغْنَا رَمَضَانَ
ইনশাআল্লাহ জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় দাওয়াতুল হকের মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ২৪শে শাবান, ১৪৪৪ হিজরী, ১৭ই মার্চ, ২০২৩ ঈসা‘য়ী, শুক্রবার (সকাল ৭টা থেকে শুরু হবে ইনশাআল্লাহ)।
হযরতওয়ালা দা.বা. কর্তৃক সংকলিত চিরস্থায়ী ক্যালেন্ডার ডাউনলোড করতে চাইলে এ্যাপের “সর্বশেষ সংবাদ” এ ভিজিট করুন।
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা এর লিখিত সকল কিতাব পাওয়ার জন্য এ্যাপের “সর্বশেষ সংবাদ” থেকে তথ্য সংগ্রহ করুন।
হযরতওয়ালা দা.বা. এর কিতাব অনলাইনের মাধ্যমে কিনতে চাইলে ভিজিট করুনঃ www.maktabatunnoor.com
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা. এর নিজস্ব ওয়েব সাইট www.darsemansoor.com এ ভিজিট করুন।
তারিখ : ১৪ - ফেব্রুয়ারী - ২০১৮
জিজ্ঞাসাঃ
পূর্ণবয়স্কা মহিলার বিবাহ হচ্ছে না এমতাবস্থায় এক ব্যক্তির পক্ষ থেকে বিবাহের প্রস্তাব আসল। শর্ত হল তাকে কুরআন পাঠ করে শুনাতে হবে। উল্লেখ্য যে, মহিলা ঐ সময় হায়েয অবস্থায় ছিল। অপারগ হয়ে হায়েয অবস্থায় মহিলা কুরআন পাঠ করে শুনিয়েছে। এটা শরী‘আতের দৃষ্টিতে কেমন হয়েছে এবং এখন এর জন্য কি করণীয় ?
জবাবঃ
হায়েয অবস্থায় কুরআন শরীফ তিলাওয়াত নাজায়িয। সুতরাং উক্ত মেয়ের জন্য কুরআন পড়ে শুনানো জায়িয হয়নি। বরং তার জন্য উচিত ছিল যে, হয়তো এ অসুস্থতা বা উজরের কথা উল্লেখ করে সময় নেয়া, অথবা আয়াতুল কুরসী বা এরূপ অন্য কোন দু‘আ কিংবা এরূপ আয়াত বা হাদীসে ওজীফা হিসেবে পড়ার নির্দেশ এসেছে। তা দু‘আর নিয়্যতে পড়ে শুনিয়ে দেয়া, তিলাওয়াতের নিয়্যতে নয়। এখন উক্ত মেয়েটি আল্লাহর নিকট কান্নাকাটি করে খালিস দিলে তওবা করে নিবে। [প্রমাণঃ শামী, ১:২৯৩, # আহসানুল ফাতাওয়া, ২:৬৭]