ইনশাআল্লাহ জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় দাওয়াতুল হকের মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ২৬শে যিলক্বদ, ১৪৪৪ হিজরী, ১৬ই জুন, ২০২৩ ঈসা‘য়ী, শুক্রবার (সকাল ৭টা থেকে শুরু হবে ইনশাআল্লাহ)।
হযরতওয়ালা দা.বা. কর্তৃক সংকলিত চিরস্থায়ী ক্যালেন্ডার ডাউনলোড করতে চাইলে এ্যাপের “সর্বশেষ সংবাদ” এ ভিজিট করুন।
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা এর লিখিত সকল কিতাব পাওয়ার জন্য এ্যাপের “সর্বশেষ সংবাদ” থেকে তথ্য সংগ্রহ করুন।
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা. এর নিজস্ব ওয়েব সাইট www.darsemansoor.com এ ভিজিট করুন।
ইনশাআল্লাহ আগামী ২২শ শাউয়াল, ১৪৪৪ হিজরী মুতাবিক, ১৩ই মে, ২০২৩ ঈসায়ী তারিখ রোজ শনিবার বাদ ‘আসর থেকে মাগরিব পর্যন্ত হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা. জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসার পুরাতন ভবনের (সাত মসজিদের সাথে) নীচ তলায় ইফতা বিভাগের রুমে বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে হজ্জের ট্রেনিং দেয়া শুরু করবেন।
তারিখ : ১৪ - ফেব্রুয়ারী - ২০১৮
জিজ্ঞাসাঃ
(ক) যদি কেউ নামাযে আখেরী বৈঠক না করে ভুলে দাঁড়িয়ে যায় এবং সিজদা করার পূর্ব মুহুর্তে স্মরণে আসায় বসে সাহু সিজদা করে তাহলে তার নামায হবে কি-না?
(খ) জামা‘আতে ইমাম সাহেব তৃতীয় রাকা‘আতে বসে যায়, মুক্তাদীর লোকমা দেওয়ার কারণে ৪র্থ রাকা‘আতের জন্য দাঁড়িয়ে গেলে সাহু সিজদা ওয়াজিব হবে কি-না?
(গ) অনাবশ্যক সিজদায়ে সাহু করলে নামাযে কোন ত্রুটি হবে কি-না?
জবাবঃ
(ক) বর্ণিত অবস্থায় নামায হয়ে যাবে। তবে তাশাহহুদ তথা আত্তাহিয়্যাতু পড়ে তার পর ডান দিকে সালাম দিয়ে সিজদায়ে সাহু করতে হবে। তারপর আবার আত্তাহিয়্যাতু, দরূদ শরীফ এবং দু‘আয়ে মাসূরা পড়ে সালাম ফিরাতে হবে।
(খ) চার রাকা‘আত বিশিষ্ট নামাযে ইমাম তৃতীয় রাকা‘আতে ভুলে তিন তাসবীহ্ পরিমাণ সময় বসে থাকলে সিজদায়ে সাহু দিতে হবে। আর যদি তার চেয়ে কম সময় বসে থাকে তা হলে সিজদায়ে সাহু দিতে হবে না।
(গ) প্রয়োজন ছাড়া ইচ্ছাকৃতভাবে সিজদায়ে সাহু করা মাকরূহ। তবে কোন ভুল হওয়ায় সেক্ষেত্রে সিজদায়ে সাহু আসে কি-না তা সঠিকভাবে জানা না থাকলে সতর্কতা হিসেবে সাহু সিজদাহ্ করা যাবে।[প্রমাণ: হালবী কাবীর, ৪৬২ # দারুল উলূম ৪:৪১৫ # শামী, ৪৬৯ # ফিকহী মাকালাত, ২:৩১]
وان سهى عن القعدة الاخيرة..... ويسجد للسهو لتأخير القعدة وبقي من الواجبات اتيان كل واجب او فرض في محله. (الدر المختار:1/469)