elektronik sigara

সুখবর! সুখবর!! সুখবর!!! হযরতওয়ালা দা.বা. এর গুরত্বপূর্ণ ২ টি নতুন কিতাব বেড়িয়েছে। “নবীজীর (সা.) নামায” এবং “খ্রিষ্টধর্ম কিছু জিজ্ঞাসা ও পর্যালোচনা”।  আজই সংগ্রহ করুন।

হযরতওয়ালা দা.বা. এর কিতাব অনলাইনের মাধ্যমে কিনতে চাইলে ভিজিট করুনঃ www.maktabatunnoor.com

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক দা.বা. এর সমস্ত কিতাব, বয়ান, প্রবন্ধ, মালফুযাত পেতে   ইসলামী যিন্দেগী  App টি সংগ্রহ করুন।

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক দা.বা. এর নিজস্ব ওয়েব সাইট www.darsemansoor.com এ ভিজিট করুন।

শাওয়ালের ছয় রোযায় কাযা রোযার নিয়্যত

তারিখ : ১৪ - ফেব্রুয়ারী - ২০১৮  

জিজ্ঞাসাঃ

কোন মহিলার রামাযানের ৫/৬টি রোযা ছুটে গেছে, এমতাবস্থায় সে যদি শাওয়াল মাসে রোযা আদায় করে, তাহলে একত্রে ফরয রোযার কাযা এবং শাওয়াল এর নফল রোযা আদায় হবে কি-না? অথবা সে শাওয়াল মাসের নফল রোযা রাখা অবস্থায় রামাযানের ছুটে যাওয়া ফরয রোযার কাযার নিয়্যত করল এ অবস্থায় নফল এবং ফরয রোযার কাযা একত্রে আদায় হবে কি-না? প্রমাণসহ জানতে চাই।


জবাবঃ


প্রশ্নে বর্ণিত উভয় সুরতেই রামাযানের কাযা রোযাই আদায় হবে। শাওয়ালের নফল রোযা আদায় হবে না। হাদীসে শাওয়ালের রোযার যে ফযীলত বর্ণনা করা হয়েছে তাও পাওয়া যাবে না । বরং তার জন্য শাওয়াল মাসের মধ্যে পৃথক আরো ছয়টি রোযা রাখতে হবে।


তবে ইচ্ছা করলে শাওয়াল মাসে শাওয়ালের রোযা আদায় করে, পরবর্তী মাসে বা অন্য সময়ে কাযা রোযাগুলো আদায় করে নিতে হবে।[প্রমাণঃ ফাতাওয়া আলমগীরী ১:১৯৭# আহসানুল ফাতাওয়া ৪:৪৩০]