ইনশাআল্লাহ জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় দাওয়াতুল হকের মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ২৬শে যিলক্বদ, ১৪৪৪ হিজরী, ১৬ই জুন, ২০২৩ ঈসা‘য়ী, শুক্রবার (সকাল ৭টা থেকে শুরু হবে ইনশাআল্লাহ)।
হযরতওয়ালা দা.বা. কর্তৃক সংকলিত চিরস্থায়ী ক্যালেন্ডার ডাউনলোড করতে চাইলে এ্যাপের “সর্বশেষ সংবাদ” এ ভিজিট করুন।
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা এর লিখিত সকল কিতাব পাওয়ার জন্য এ্যাপের “সর্বশেষ সংবাদ” থেকে তথ্য সংগ্রহ করুন।
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা. এর নিজস্ব ওয়েব সাইট www.darsemansoor.com এ ভিজিট করুন।
ইনশাআল্লাহ আগামী ২২শ শাউয়াল, ১৪৪৪ হিজরী মুতাবিক, ১৩ই মে, ২০২৩ ঈসায়ী তারিখ রোজ শনিবার বাদ ‘আসর থেকে মাগরিব পর্যন্ত হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা. জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসার পুরাতন ভবনের (সাত মসজিদের সাথে) নীচ তলায় ইফতা বিভাগের রুমে বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে হজ্জের ট্রেনিং দেয়া শুরু করবেন।
তারিখ : ১৪ - ফেব্রুয়ারী - ২০১৮
জিজ্ঞাসাঃ
কোন মুসলমানরে জন্য নিজের মাযহাব তথা আকীদা–বিশ্বাস ঠিক রেখে শী‘আ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হওয়া জায়িয হবে কী-না?
জবাবঃ
কোন মুসলমানের জন্য নিজের আকীদা-বিশ্বাস ঠিক রেখেও শী‘আ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হওয়া কষ্মিনকালেও জায়িয হবে না। যেমন- কোন মুসলমান নিজের মাযহাব তথা আকীদা-বিশ্বাস ঠিক রেখে কাদিয়ানী দলভুক্ত হতে পারে না। তদ্রুপ কোন মুসলমান নিজ আকীদা ঠিক রেখেও শী‘আ দলভুক্ত হতে পারবে না। এমনটি করলেও শরী‘আতের দৃষ্টিতে তা হারাম বিবেচিত হবে এবং পরিণতিতে তার দীন ও ঈমান বরবাদ ও নষ্ট হয়ে যাবে। কেননা- শী‘আ সম্প্রদায়ের কোন কোন কিতাবে পবিত্র কুরবানের “তাহরীফ” বা বিকৃত সংঘটিত হয়েছে বলে লিখিত রয়েছে। ঐ লেখক এবং সে লেখার সাথে একমত পোষণকারী উভয়ে নিঃসন্দেহে কাফের।
এছাড়াও শী‘আ সম্প্রদায়ের এমন মতবাদ ও আকীদা রয়েছে, যা চরম গোমরাহী। বিশেষতঃ হযরত আবু বকর (রাযিঃ) ও হযরত উমর (রাযিঃ) সহ অনেক সাহাবায়ে কিরাম সম্পর্কে এমন জঘন্য ও মিথ্যা অপবাদ তারা লাগিয়ে থাকে, যা নিঃসন্দেহে গোমরাহী।
অতএব, কোন মুসলমান যদি নিজের আকীদা বিশ্বাস খারাপ না করেও উক্ত সম্প্রদায়ভুক্ত হয়, তবে তা শরী‘আতের দৃষ্টিতে হারাম। [জাওয়াহিরুলফিকহ, ১:২৬]