elektronik sigara

হযরতওয়ালা দা.বা. কর্তৃক সংকলিত চিরস্থায়ী ক্যালেন্ডার ডাউনলোড করতে চাইলে এ্যাপের “সর্বশেষ সংবাদ” এ ভিজিট করুন।

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা এর লিখিত সকল কিতাব পাওয়ার জন্য এ্যাপের “সর্বশেষ সংবাদ” থেকে তথ্য সংগ্রহ করুন।

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা. এর নিজস্ব ওয়েব সাইট www.darsemansoor.com এ ভিজিট করুন।

মাসবূক ভুলবশতঃ ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেললে

তারিখ : ১৪ - ফেব্রুয়ারী - ২০১৮  

জিজ্ঞাসাঃ

(ক) কোন ব্যক্তি চার রাকা‘আত ওয়ালা ফরয নামাযের তিন রাকা‘আত ইমাম সাহেবের সাথে আদায় করেছে। সে ভুলবশতঃ ইমাম সাহেবের সাথে ডান দিকে সালাম ফিরিয়ে দিয়েছে। সাথে সাথে মনে হল যে, তার এক রাকা‘আত বাকী রয়েছে। তাই ইমাম সাহেব বাম দিকে সালাম ফিরানোর সময় সে উঠে বাকী রাকা‘আত আদায় করল। এতে তার নামাযের কোন ক্ষতি হবে কি-না?


জবাবঃ


প্রশ্নের বিবরণ অনুযায়ী তার নামায সহীহ হয়ে গেছে, তবে ইমামের একদম সাথে সাথে সালাম ফিরিয়ে থাকলে সাহু সিজদা লাগবে না। আর যদি ইমামের ‘আসসালামু’ শব্দ শেষ হওয়ার পর সালাম ফিরিয়ে থাকে, তাহলে সাহু সিজদাহ করে নিলে তার নামায সহীহ হয়ে যাবে।


উল্লেখ্য, তিনি ইমামের বাম দিকে সালামের সময় যে অবশিষ্ট নামায পূর্ণ করার জন্য উঠেছেন, এটা মুস্তাহাব নিয়ম নয়। বরং মুস্তাহাব নিয়ম হল- ইমামের উভয় দিকে সালাম ফিরানোর পর সামান্য দেরী করে তারপরে উঠা। (প্রমাণ: ফাতাওয়া শামী ২:৮২  # আল বাহরুর রায়িক ২:১০০ # আহসানুল ফাতাওয়া ৪:২৪)