হযরতওয়ালা মুফতী সাহেব হুজুর দা.বা. আগামীকাল (০৩.০৩.২০২৩ ঈসায়ী) জুমু‘আর নামায পড়াতে খিলগাও বাজার মসজিদে আসবেন না।
রজব মাস শুরু হলেই প্রিয় নবী ﷺ এই দু‘আ খুব বেশী করে পড়তেন: اَللّهُمَّ بَارِكْ لَنَا فِيْ رَجَبَ وَشَعْبَانَ وَبَلِّغْنَا رَمَضَانَ
ইনশাআল্লাহ জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় দাওয়াতুল হকের মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ২৪শে শাবান, ১৪৪৪ হিজরী, ১৭ই মার্চ, ২০২৩ ঈসা‘য়ী, শুক্রবার (সকাল ৭টা থেকে শুরু হবে ইনশাআল্লাহ)।
হযরতওয়ালা দা.বা. কর্তৃক সংকলিত চিরস্থায়ী ক্যালেন্ডার ডাউনলোড করতে চাইলে এ্যাপের “সর্বশেষ সংবাদ” এ ভিজিট করুন।
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা এর লিখিত সকল কিতাব পাওয়ার জন্য এ্যাপের “সর্বশেষ সংবাদ” থেকে তথ্য সংগ্রহ করুন।
হযরতওয়ালা দা.বা. এর কিতাব অনলাইনের মাধ্যমে কিনতে চাইলে ভিজিট করুনঃ www.maktabatunnoor.com
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা. এর নিজস্ব ওয়েব সাইট www.darsemansoor.com এ ভিজিট করুন।
তারিখ : ১৪ - ফেব্রুয়ারী - ২০১৮
জিজ্ঞাসাঃ
মাগরিবের নামায জামা‘আতের সাথে শেষ রাকা‘আতে পেলে প্রথম দু’রাকা‘আত কিভাবে পড়তে হবে? এই দু’রাকা‘আতের মাঝে কি তাশাহহুদ পড়তে হবে, না স্বাভাবিক দু’রাকা‘আতের মত পড়তে হবে বিস্তারিত জানাবেন।
জবাবঃ
কোন ব্যক্তি যদি তিন রাকা‘আত ওয়ালা নামাযের জামাআতে শরীক হয়ে এক রাকা‘আত ইমাম সাহেবের সাথে পায়, তাহলে বাকী রাকা‘আতগুলো তাকে এভাবে পড়তে হবে- প্রথমে নিজে এক রাকা‘আত সূরা মিলিয়ে পড়ে বসবেন এবং আত্তাহিয়্যাতু পড়বেন। তারপর উঠে অবশিষ্ট এক রাকা‘আত সূরা মিলিয়ে আদায় করে নিয়ম মত নামায শেষ করবেন। এটাই তার জন্য উত্তম।
অবশ্য যদি তিনি এক রাকা‘আত পড়ে না বসে দুই রাকা‘আত পড়ে বসেন তাও তার জন্য জায়িয আছে। সেক্ষেত্রে তার উপর সাহু সিজদা ওয়াজিব হবে না।
উল্লেখ্য কোন মাসবূক যদি ভুলে এক রাকা‘আতের পরে না বসেন, তাহলে তার উচিত দ্বিতীয় রাকা‘আতের পরে বসা। এর দ্বারা তার বসার ওয়াজিব আদায় হয়ে যাবে। (প্রমাণ: দুররে মুখতার ১:৫৯৬ # কিতাবুল আছার ২৭ # ইমদাদুল আহকাম ২:১৬১)