elektronik sigara

ইনশাআল্লাহ জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় দাওয়াতুল হকের মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ২৬শে যিলক্বদ, ১৪৪৪ হিজরী, ১৬ই জুন, ২০২৩ ঈসা‘য়ী, শুক্রবার (সকাল ৭টা থেকে শুরু হবে ইনশাআল্লাহ)।

হযরতওয়ালা দা.বা. কর্তৃক সংকলিত চিরস্থায়ী ক্যালেন্ডার ডাউনলোড করতে চাইলে এ্যাপের “সর্বশেষ সংবাদ” এ ভিজিট করুন।

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা এর লিখিত সকল কিতাব পাওয়ার জন্য এ্যাপের “সর্বশেষ সংবাদ” থেকে তথ্য সংগ্রহ করুন।

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা. এর নিজস্ব ওয়েব সাইট www.darsemansoor.com এ ভিজিট করুন।

ইনশাআল্লাহ আগামী ২২শ শাউয়াল, ১৪৪৪ হিজরী মুতাবিক, ১৩ই মে, ২০২৩ ঈসায়ী তারিখ রোজ শনিবার বাদ ‘আসর থেকে মাগরিব পর্যন্ত হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা. জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসার পুরাতন ভবনের (সাত মসজিদের সাথে) নীচ তলায় ইফতা বিভাগের রুমে বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে হজ্জের ট্রেনিং দেয়া শুরু করবেন।

ভুলবশতঃ কোন রাকা‘আতে এক সিজদা করলে

তারিখ : ১৪ - ফেব্রুয়ারী - ২০১৮  

জিজ্ঞাসাঃ

কোন নামাযী ব্যক্তি ভুলবশতঃ নামাযের কোন রাকা‘আতে এক সিজদাহ করে দাঁড়িয়ে যায় এবং পরবর্তী রাকা‘আতে তার এ বিষয়টি স্মরণ হয়। এমতাবস্থায় উক্ত ব্যক্তির করণীয় কি?


জবাবঃ


পূর্ব রাকা‘আতের ছুটে যাওয়া সিজদার কথা স্মরণ হওয়ার বিভিন্ন রূপ হতে পারে- যার বিশ্লেষণ নিরূপ:


যদি তা নামাযের কোন রুকন যথা রুকু বা সিজদায় স্মরণ হয়, তাহলে সে অবস্থায়ই স্মরণ হওয়া মাত্র পূর্ববর্তী রাকা‘আতের সিজদাহ আদায় করে নিবে। পরে উক্ত রুকনকে দোহরিয়ে নেয়া মুস্তাহাব। তবে শেষে সিজদায়ে সাহু করে নিতে হবে।


আর যদি এ বিষয়টি তার নামাযের সালাম ফিরানোর পর স্মরণ হয় এবং সে নামায ফাসিদ হওয়ার মত কোন কাজ না করে থাকে, তাহলে সে উক্ত অবস্থায়ই ভুলবশতঃ ছুটে যাওয়া সিজদাহ আদায় করে নিবে। অতঃপর তাশাহহুদ পড়ে সিজদায়ে সাহু করে নিবে। অতঃপর তাশাহহুদ, দরূদ শরীফ ও দু‘আয়ে মাসূরা পড়ে নামায শেষ করবে।


আর যদি সালাম ফিরানোর পর অন্যের সাথে কোন কথাবার্তা বলে থাকে, অথবা নামায ভঙ্গ হওয়ার মত কোন কাজ করে থাকে, তাহলে উক্ত নামাযে আর ছুটে যাওয়া সিজদাহ আদায় করার কোন সুযোগ নেই। বরং তখন ঐ নামায সম্পূর্ণ দোহরিয়ে পড়া জরুরী। [প্রমাণ: রুদ্দুল মুহতার, ১:৪৬৩ # আল বাহরুর রায়িক, ২:৯৪ # ফাতাওয়া মাহমূদিয়া, ২:২২২]


حتى لو نسي سجدة من الاولى قضاها ولو بعد السلام قبل الكلام لكنه يتشهد ثم يسجد للسهو ثم يتشهد لانه يبطل بالعود الى الصلبية التلاوة.