elektronik sigara

ইনশাআল্লাহ জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় দাওয়াতুল হকের মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ২৬শে যিলক্বদ, ১৪৪৪ হিজরী, ১৬ই জুন, ২০২৩ ঈসা‘য়ী, শুক্রবার (সকাল ৭টা থেকে শুরু হবে ইনশাআল্লাহ)।

হযরতওয়ালা দা.বা. কর্তৃক সংকলিত চিরস্থায়ী ক্যালেন্ডার ডাউনলোড করতে চাইলে এ্যাপের “সর্বশেষ সংবাদ” এ ভিজিট করুন।

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা এর লিখিত সকল কিতাব পাওয়ার জন্য এ্যাপের “সর্বশেষ সংবাদ” থেকে তথ্য সংগ্রহ করুন।

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা. এর নিজস্ব ওয়েব সাইট www.darsemansoor.com এ ভিজিট করুন।

ইনশাআল্লাহ আগামী ২২শ শাউয়াল, ১৪৪৪ হিজরী মুতাবিক, ১৩ই মে, ২০২৩ ঈসায়ী তারিখ রোজ শনিবার বাদ ‘আসর থেকে মাগরিব পর্যন্ত হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা. জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসার পুরাতন ভবনের (সাত মসজিদের সাথে) নীচ তলায় ইফতা বিভাগের রুমে বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে হজ্জের ট্রেনিং দেয়া শুরু করবেন।

ফিকাহ ও ফাতাওয়ার কিতাব

তারিখ : ০১ - ফেব্রুয়ারী - ২০১৮  

জিজ্ঞাসাঃ

ফিকাহ ও ফাতাওয়ার কী কোন কিতাব রচনা করা হয়েছে? যদি হয়ে থাকে তাহলে কয়েকটি গুরুত্বপূর্ণ কিতাবের নাম উল্লেখ করবেন কী?


জবাবঃ


নিম্নে কয়েকটি কিতাবের নাম উল্লেখ করা হল-


(১) জামে সগীর,


(২) জামে কবীর,


(৩) সিয়ারে সগীর,


(৪) সিয়ারে কবীর,


(৫) কিতাবুল আসল (মাবসূত),


(৬) যিয়াদত (জাওয়াহিরুল রেওয়ায়াত, এছাড়া আরো রয়েছে নাওয়াদিরুর রেওয়ায়াত),


(৭) কাফী,


(৮) মাবসূতে সারাখসী,


(৯) আল হাভিল কুদসী,


(১০) আলহাভী লিলহাসীরী,


(১১) আলহাভী লিযযাহিদী,


(১২) ফাতাওয়া সিরাজিয়্যাহ,


(১৩) ফাতাওয়া তাতারখানিয়া,


(১৪) ফাতাওয়া কাযী খান,


(১৫) মাজমাউল ফাতাওয়া,


(১৬) মাফাতীহুল আসরার,


(১৭) খুলাসাতুল ফাতাওয়া,


(১৮) ফাতাওয়া সুগরা,


(১৯)ফাতাওয়া বাযযাযিয়্যাহ,


(২০) যখীরাতুল ফাতাওয়া,


(২১) বিকায়া,


(২২) কানযুদ দাকায়িক,


(২৩) আল মুখতার লিল ফাতাওয়া,


(২৪)ফাতাওয়া ওয়াল ওয়ালিজিয়্যাহ,


(২৫) মাজমাঊল বাহরাইন ওয়া মুলতাকান নাহরাইন,


(২৬) মুলতাকাল আবহুর,


(২৭) আদদুররুল মুনতাহা,


(২৮) তুহফাতুল ফুকাহা,


(২৯) গুরারুল আহকাম,


(৩০) দুরারুল বিহার,


(৩১) তানভীরুল আবসার,


(৩২) আল মুহীতুল কবীর,


(৩৩) আদদুররুল মুখতার,


(৩৪) রুদ্দুল মুহতার (শামী),


(৩৫) ফাতাওয়া খায়রিয়্যাহ,


(৩৬) মাজহারুল হাকায়িক,


(৩৭) কুহিসতানী,


(৩৮) কিনইয়াতুল মুনইয়াহ,


(৩৯) আস সিরাজুল ওয়াহহাজ,


(৪০) আল জাওহারাতুন নায়্যিরাহ,


(৪১) ফাতহুল কাদীর,


(৪২) আল-বাহরুর রায়িক,


(৪৩) আল-বাদায়িউস সানায়ি,


(৪৪) ইমদাদুল ফাতাওয়া,


(৪৫) ইমদাদুল মুফতীন,


(৪৬) ইমদাদুল আহকাম,


(৪৭) ফাতাওয়া দারুল উলুম,


(৪৮) ফাতাওয়া মাহমুদিয়্যাহ,


(৪৯) আহসানুল ফাতাওয়া,


(৫০) জাওয়াহিরুল ফিকাহ ইত্যাদি।