হযরতওয়ালা মুফতী সাহেব হুজুর দা.বা. আগামীকাল (০৩.০৩.২০২৩ ঈসায়ী) জুমু‘আর নামায পড়াতে খিলগাও বাজার মসজিদে আসবেন না।
রজব মাস শুরু হলেই প্রিয় নবী ﷺ এই দু‘আ খুব বেশী করে পড়তেন: اَللّهُمَّ بَارِكْ لَنَا فِيْ رَجَبَ وَشَعْبَانَ وَبَلِّغْنَا رَمَضَانَ
ইনশাআল্লাহ জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় দাওয়াতুল হকের মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ২৪শে শাবান, ১৪৪৪ হিজরী, ১৭ই মার্চ, ২০২৩ ঈসা‘য়ী, শুক্রবার (সকাল ৭টা থেকে শুরু হবে ইনশাআল্লাহ)।
হযরতওয়ালা দা.বা. কর্তৃক সংকলিত চিরস্থায়ী ক্যালেন্ডার ডাউনলোড করতে চাইলে এ্যাপের “সর্বশেষ সংবাদ” এ ভিজিট করুন।
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা এর লিখিত সকল কিতাব পাওয়ার জন্য এ্যাপের “সর্বশেষ সংবাদ” থেকে তথ্য সংগ্রহ করুন।
হযরতওয়ালা দা.বা. এর কিতাব অনলাইনের মাধ্যমে কিনতে চাইলে ভিজিট করুনঃ www.maktabatunnoor.com
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা. এর নিজস্ব ওয়েব সাইট www.darsemansoor.com এ ভিজিট করুন।
তারিখ : ১৪ - ফেব্রুয়ারী - ২০১৮
জিজ্ঞাসাঃ
জনৈক ইমাম সাহেব অনেক মহিলার সাথে কথাবার্তা বলেন। মক্তবে বয়স্কা ছাত্রীদেরকে কুরআন শিক্ষা দেন। তিনি ঝাড়-ফুকের ব্যবসা করেন। বেপর্দা অনেক যুবতী মেয়েও ইমাম সাহেবের সাথে বেপর্দা খোলা-মেলা সাক্ষাৎ করে ও তদবীর গ্রহণ করে। এমতাবস্থায় তার পিছনে নামায আদায় করা ঠিক হবে কি?
জবাবঃ
শরী‘আতের দৃষ্টিতে পুরুষের জন্য বেগানা মহিলা হতে পর্দা করা ফরয। সুতরাং তাদের সাথে কথাবার্তা বলা ও দেখা সাক্ষাৎ করা হারাম। বর্ণনা মুতাবিক উক্ত ইমাম সাহেব ফাসিক। তার পিছনে নামায পড়া মাকরূহে তাহরীমী এবং তাওবা করে সংশোধন হওয়ার পূর্ব পর্যন্ত তার জন্য ইমামতী করাও মাকরূহে তাহরীমী। তেমনিভাবে মসজিদ কমিটির পক্ষে তাকে ইমাম হিসেবে বহাল রাখাও মাকরূহে তাহরীমী।(রদ্দুল মুহতার ১:৫৬০) [প্রমাণ: সূরা নূর: ৩০, মিশকাত ২:২৬৯ # মিশকাত শরীফ ১:২০ # ফাতাওয়ায়ে শামী ১/৫৬০ # আহসানুল ফাতাওয়া ৩:৩২০ # কাযীখান ১:৯১]