elektronik sigara

ইনশাআল্লাহ জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় দাওয়াতুল হকের মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ২৬শে যিলক্বদ, ১৪৪৪ হিজরী, ১৬ই জুন, ২০২৩ ঈসা‘য়ী, শুক্রবার (সকাল ৭টা থেকে শুরু হবে ইনশাআল্লাহ)।

হযরতওয়ালা দা.বা. কর্তৃক সংকলিত চিরস্থায়ী ক্যালেন্ডার ডাউনলোড করতে চাইলে এ্যাপের “সর্বশেষ সংবাদ” এ ভিজিট করুন।

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা এর লিখিত সকল কিতাব পাওয়ার জন্য এ্যাপের “সর্বশেষ সংবাদ” থেকে তথ্য সংগ্রহ করুন।

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা. এর নিজস্ব ওয়েব সাইট www.darsemansoor.com এ ভিজিট করুন।

ইনশাআল্লাহ আগামী ২২শ শাউয়াল, ১৪৪৪ হিজরী মুতাবিক, ১৩ই মে, ২০২৩ ঈসায়ী তারিখ রোজ শনিবার বাদ ‘আসর থেকে মাগরিব পর্যন্ত হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা. জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসার পুরাতন ভবনের (সাত মসজিদের সাথে) নীচ তলায় ইফতা বিভাগের রুমে বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে হজ্জের ট্রেনিং দেয়া শুরু করবেন।

নাপাক কাপড় বালতিতে পাক করার পদ্ধতি

তারিখ : ১৪ - ফেব্রুয়ারী - ২০১৮  

জিজ্ঞাসাঃ

নাপাক কাপড় বালতিতে রেখে ভালভাবে পানি দ্বারা ধৌত করে ‍উক্ত কাপড় ভালভাবে নিংড়ানোর পর সেই পানি ফেলে দেয়া হল। এভাবে পর পর তিনবার ধৌত করা হয়, এতে কাপড়টি পাক হবে কি? উল্লেখ্য, আল্লামা আশরাফ আলী থানভী রহ. কর্তৃক প্রণীত ‘বেহেশতী জেওর’ নামক কিতাবে লেখা রয়েছে- ‘যেই পানি দ্বারা কোন নাপাক জিনিস ধৌত করা হয়, সেই পানি নাপাক হয়ে যায়।’ সুতরাং নাপাক কাপড় ধৌতকৃত বালতিতে রক্ষিত পানি নাপাক হয়ে যায়। সুতরাং নাপাক কাপড় ধৌতকৃত বালতিতে রক্ষিত পানি যেহেতু নাপাক হিসেবে পরিগণিত, তাই দ্বিতীয় বার ও তৃতীয়বার বালতিতে পানি দিয়ে কাপড় ধৌত করার পূর্বে বালতি পাক করে নিতে হবে কি?


জবাবঃ


পেশাব ইত্যাদি দৃশ্যমান নয় এমন নাপাকী দ্বারা যদি কাপড় অপবিত্র হয়, তাহলে প্রশ্নে বর্ণিত পদ্ধতিতে পর পর তিনবার ধৌত করার দ্বারা কাপড় পবিত্র হয়ে যাবে। আর যদি নাপাকী রক্ত ইত্যাদির মত দৃশ্যমান হয় তাহলে নাপাকী দূর করার দ্বারাই কাপড় পবিত্র হয়ে যাবে। এক্ষেত্রে একবার বা তিনবার ধৌত করার প্রশ্ন নেই।


আর নাপাক কাপড় ধৌত করার সময় প্রত্যেকবার ভিন্নভাবে বালতি ধুয়ে পাক করার প্রয়োজন নেই। তৃতীয়বার কাপড়টি ধৌত করার পর তা পাক হয়ে যাবে। তবে প্রথম ও দ্বিতীয় বার বালতি থেকে পানি সবটুকু ফেলে দিয়ে পরবর্তী বারের জন্য পানি নেয়া প্রয়োজন।


[প্রমাণঃ দুররে মুখতার, ১:৩০৮, ১:৩২৮, ১:৩৩১ #ফাতাওয়া আলমগীরী, ১:৪২]