ইনশাআল্লাহ জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় দাওয়াতুল হকের মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ২৬শে যিলক্বদ, ১৪৪৪ হিজরী, ১৬ই জুন, ২০২৩ ঈসা‘য়ী, শুক্রবার (সকাল ৭টা থেকে শুরু হবে ইনশাআল্লাহ)।
হযরতওয়ালা দা.বা. কর্তৃক সংকলিত চিরস্থায়ী ক্যালেন্ডার ডাউনলোড করতে চাইলে এ্যাপের “সর্বশেষ সংবাদ” এ ভিজিট করুন।
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা এর লিখিত সকল কিতাব পাওয়ার জন্য এ্যাপের “সর্বশেষ সংবাদ” থেকে তথ্য সংগ্রহ করুন।
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা. এর নিজস্ব ওয়েব সাইট www.darsemansoor.com এ ভিজিট করুন।
ইনশাআল্লাহ আগামী ২২শ শাউয়াল, ১৪৪৪ হিজরী মুতাবিক, ১৩ই মে, ২০২৩ ঈসায়ী তারিখ রোজ শনিবার বাদ ‘আসর থেকে মাগরিব পর্যন্ত হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা. জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসার পুরাতন ভবনের (সাত মসজিদের সাথে) নীচ তলায় ইফতা বিভাগের রুমে বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে হজ্জের ট্রেনিং দেয়া শুরু করবেন।
তারিখ : ১৪ - ফেব্রুয়ারী - ২০১৮
জিজ্ঞাসাঃ
মুর্দা ব্যক্তিকে কবরে দাফন করার সুন্নাত তরীকা কি?
জবাবঃ
মাইয়্যিতকে কবরে দাফন করার সুন্নাত তরীকা হল- কিবলার দিক থেকে মাইয়্যিতকে কবরে দাফন করার জন্য নামাবে। অতঃপর সরাসরি ডান কাতে শোয়াবে। যাতে করে সীনা ও চেহারা কিবলার দিকে থাকে। এটা সুন্নাতে মুয়াক্কাদাহ। যেমনভাবে জীবিত ব্যক্তি সুন্নাত তরীকা অনুযায়ী ঘুমায়। এর জন্য (১) কবর পশ্চিম দিকে বেশী ঢালু করে দিবে, (২) অথবা মুর্দারের পিঠের দিকে মাটির আইলের মত করে মাথার নীচেও কিছু মাটি দিবে, (৩) মাইয়্যিতের কাঁধ থেকে পা পর্যন্ত লম্বালম্বি এক বিঘত গর্ত করে তার মধ্যে ডান কাতে মুর্দাকে শোয়ায়ে দিবে। এ তিন পদ্ধতির কোন এক পদ্ধতি গ্রহণ করলে, সুন্নাত তরীকা অনুযায়ী শোয়ানো হবে। উল্লেখ্য আমাদের দেশে মুর্দাকে সাধারণত চিত করে শোয়ায়ে চেহারা ঘুড়িয়ে কিবলামুখী করতে চেষ্টা করা হয়। এটা ভুল তরীকা। এর দ্বারা সুন্নাত আদায় হয় না। কারণ- সীনা কিবলামুখী না করে শুধু মুখ কিবলামুখী করায় কোন ফায়দা নেই। যেমন- কেউ নামাযের মধ্যে সীনা উত্তর বা দক্ষিণমূখী করে মুখ কিবলামূখী করে রাখলে তাতে নামায সহীহ হয় না। অতএব, এ ভুল প্রথার সংশোধন হওয়া দরকার। (প্রমাণ: ফাতাওয়া আলমগীরী ১:১৬৬ # ফাতাওয়া শামী # ফাতাওয়া রহীমিয়া ১:৩৭০ # ইমদাদুল আহকাম ১:৭৪৬ # কিফায়াতুল মুফতী ৪:৪১)