elektronik sigara

ইনশাআল্লাহ জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় দাওয়াতুল হকের মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ২৬শে যিলক্বদ, ১৪৪৪ হিজরী, ১৬ই জুন, ২০২৩ ঈসা‘য়ী, শুক্রবার (সকাল ৭টা থেকে শুরু হবে ইনশাআল্লাহ)।

হযরতওয়ালা দা.বা. কর্তৃক সংকলিত চিরস্থায়ী ক্যালেন্ডার ডাউনলোড করতে চাইলে এ্যাপের “সর্বশেষ সংবাদ” এ ভিজিট করুন।

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা এর লিখিত সকল কিতাব পাওয়ার জন্য এ্যাপের “সর্বশেষ সংবাদ” থেকে তথ্য সংগ্রহ করুন।

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা. এর নিজস্ব ওয়েব সাইট www.darsemansoor.com এ ভিজিট করুন।

ইনশাআল্লাহ আগামী ২২শ শাউয়াল, ১৪৪৪ হিজরী মুতাবিক, ১৩ই মে, ২০২৩ ঈসায়ী তারিখ রোজ শনিবার বাদ ‘আসর থেকে মাগরিব পর্যন্ত হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা. জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসার পুরাতন ভবনের (সাত মসজিদের সাথে) নীচ তলায় ইফতা বিভাগের রুমে বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে হজ্জের ট্রেনিং দেয়া শুরু করবেন।

দরূদ শরীফ ও দু‘আয়ে মাসূরা পড়া

তারিখ : ১৪ - ফেব্রুয়ারী - ২০১৮  

জিজ্ঞাসাঃ

আমাদের এলাকার জনৈক ব্যক্তির মুখে শুনতে পেলাম যে, নফল অথবা ফরয নামায যদি দুই রাকা‘আতের চেয়ে অধিক হয় তাহলে দ্বিতীয় রাকা‘আতের শেষে আত্তাহিয়্যাতু, দরুদ শরীফ, দু‘আয়ে মাসূরা পড়ে তৃতীয় রাকা‘আতের জন্য দাঁড়াতে হবে। এটা ঠিক কি-না ?


জবাবঃ


ফরয ও ওয়াজিব নামায যদি দুই রাকা‘আতের অধিক হয়, তাহলে ২য় রাকা‘আতের বৈঠকে শুধু তাশাহহুদ পড়বে, দরুদ ও দু‘আ মাসূরা পড়বে না।  ‍যদি কেউ ইচ্ছাকৃত ভাবে পড়ে তাহলে মাকরূহ হবে এবং নামায দোহরিয়ে পড়তে হবে। আর ভূলবশতঃ করলে সিজদায়ে সাহু করতে হবে। তেমনিভাবে যোহর ও জুমু‘আর পূর্বের চার রাকা‘আত ও জুমু‘আর পরের চার রাকা‘আত সুন্নাতের প্রথম বৈঠকেও দরুদ শরীফ ও দু‘আ মাসূরা পড়া যাবে না বরং ফরযের মত শুধু তাশাহহুদ পড়তে হবে। এছাড়া সকল চার রাকা‘আত বিশিষ্ট নফল বা সুন্নাতে গাইরে মুআক্কাদার প্রথম বৈঠকে তাশাহহুদ-দরুদ শরীফ ও দু‘আ মাসূরা পড়া এবং পরবর্তী দুই রাকা‘আতের শুরুতে ছানা ও আঊযুবিল্লাহ পড়া উত্তম। [আপকে মাসাইল ২:৩৪৪ # আহসানুল ফাতাওয়া ৩:৪৯০ # ফাতাওয়া দারুল উলুম ৪:২৩১]