হযরতওয়ালা দা.বা. কর্তৃক সংকলিত চিরস্থায়ী ক্যালেন্ডার ডাউনলোড করতে চাইলে এ্যাপের “সর্বশেষ সংবাদ” এ ভিজিট করুন।
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা এর লিখিত সকল কিতাব পাওয়ার জন্য এ্যাপের “সর্বশেষ সংবাদ” থেকে তথ্য সংগ্রহ করুন।
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা. এর নিজস্ব ওয়েব সাইট www.darsemansoor.com এ ভিজিট করুন।
তারিখ : ১৪ - ফেব্রুয়ারী - ২০১৮
জিজ্ঞাসাঃ
আমাদের গ্রামের লোকেরা আযানের পর হাত উঠিয়ে মুনাজাতের সুরতে দু‘আ পড়ে থাকেন। যারা তদ্রুপ করেন না তাদের প্রতি কটুক্তি করেন। শরী‘আতের দৃষ্টিতে এর ফায়সালা কি?
জবাবঃ
আযানের পরে দু‘আ পড়ার ব্যাপারে আসল তরীকা হল-শুধু মুখে দু‘আ পড়বে। মুনাজাতের মত হাত তুলবে না। এটাই উত্তম। তবে যদি কেউ সঠিক মাসআলা না জানার কারণে আযানের দু‘আ পড়ার সময় হাত তুলে তাহলে তার সাথে কঠোরতা করা ঠিক নয়। সহজে নরম কথায় বুঝাতে পারলে বুঝাবে। নচেৎ তার অবস্থার উপর ছেড়ে দিবে।
যারা আযানের দু‘আর মধ্যে হাত না উঠালে তিরষ্কার করে, তারা উত্তমের খেলাপ একটি বিষয় নিয়ে বাড়াবাড়ি করছে। তাদের উচিত এ ধরনের বিষয় নিয়ে বাড়াবাড়ি না করা। [প্রমাণঃ মাজমু’আতুল ফাতাওয়া ২:২৪৪ # ইমদাদুল ফাতাওয়া ৪:১৬১ # ফাতাওয়া রহীমিয়া ৩:১৬]