elektronik sigara

সুখবর! সুখবর!! সুখবর!!! হযরতওয়ালা দা.বা. এর গুরত্বপূর্ণ ২ টি নতুন কিতাব বেড়িয়েছে। “নবীজীর (সা.) নামায” এবং “খ্রিষ্টধর্ম কিছু জিজ্ঞাসা ও পর্যালোচনা”।  আজই সংগ্রহ করুন।

হযরতওয়ালা দা.বা. এর কিতাব অনলাইনের মাধ্যমে কিনতে চাইলে ভিজিট করুনঃ www.maktabatunnoor.com

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক দা.বা. এর সমস্ত কিতাব, বয়ান, প্রবন্ধ, মালফুযাত পেতে   ইসলামী যিন্দেগী  App টি সংগ্রহ করুন।

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক দা.বা. এর নিজস্ব ওয়েব সাইট www.darsemansoor.com এ ভিজিট করুন।

অশুদ্ধ পড়েন এমন ইমামের পিছনে শুদ্ধ পড়নেওয়ালার নামাযের হুকুম

তারিখ : ১৪ - ফেব্রুয়ারী - ২০১৮  

জিজ্ঞাসাঃ

যদি কোন মসজিদের ইমাম সাহেবের পড়া অশুদ্ধ হয় এবং তাকে বলার পরও কুরআন পড়া ঠিক না করেন এবং সহীহ্ পড়তে পারেন এমন কোন ব্যক্তিকেও নামায পড়াতে দেন না। কিন্তু যিনি সহীহ্ পড়তে পারেন, তিনি জানেন জামা’আতে নামায পড়া ওয়াজিব। এই মুহূর্তে সহীহ্ পড়নেওয়ালা ব্যক্তি কি করবেন? জামা’আতে, না একা একা পড়বেন?


জবাবঃ


কুরআন শরীফ ভুল পড়লে গুনাহ্ হবে। তবে সব ভুলের কারণে নামায ফাসিদ হয় না। কোন ইমামের পড়া এমন অশুদ্ধ হয় যে, তাতে অর্থ বিগড়িয়ে নামায নষ্ট হয়ে যায়, তাহলে এমন ব্যক্তির জন্য ইমামতী জায়িয নেই। এবং তার পিছনে সহীহ্ পড়নেওয়ালা ব্যক্তির ইকতিদা করা জায়িয নেই। এ সুরতে ইকতিদা করলে সকলের নামায বাতিল হয়ে যাবে। আর যদি এমনি অশুদ্ধ হয় যে, তাতে গুনাহ্ হওয়া সত্বেও নামায নষ্ট হয়ে যাওয়ার আশংকা কম- যেমন: মদ্দ্, গুন্নাহ্ ইত্যাদির ভুল, তাহলে সহীহ্ পড়নেওয়ালা তার পিছনে নামায না পড়ে অন্যত্র সহীহ্ পড়নেওয়ালা ইমামের পিছনে নামায পড়বে। তবে যদি অন্যত্র গেলে জামা’আত ছুটে যাওয়ার প্রবল আশংকা থাকে তাহলে এই ইমামের পিছনেই নামায পড়ে নিবে। এ ক্ষেত্রে সহীহ্ পড়নেওয়ালার ইকতিদার দরুন সকলের নামায ফাসিদ হবে না।  [প্রমাণঃ হিদায়াহ ১:১২৬ # ফাতাওয়ায়ে মাহমূদিয়া ৭:৩৯]