elektronik sigara

ইসলামী যিন্দেগী এ্যাপের নতুন আপডেট এসেছে। আমরা যারা মোবাইল ফোন ব্যবহারকারী, আমরা সবাই ইসলামী যিন্দেগী এ্যাপটি আপডেট করে নেই।

 

ইসলামী যিন্দেগী এ্যাপ ব্যবহারকারীদের সকলকে জানানো যাচ্ছে যে, অনেক লম্বা সময় ধরে আমাদের ২টি ওয়েবসাইটই হ্যাক হচ্ছিল। ফলে আমাদের ব্যবহারকারীরা ঠিকমতো কিতাব, প্রবন্ধ ডাউনলোড করতে, পড়তে এবং বয়ান ডাউনলোড করতে, শুনতে অসুবিধা বোধ করছিল। এছাড়াও আরো অনেক ধরনের সমস্যা হচ্ছিল। ফলে ব্যবহারকারীদের সুবিধার জন্য এবং হ্যাকারদের থেকে আরো বেশী নিরাপদে থাকার জন্য আমরা আমাদের এ্যাপটি আপডেট করেছি।

 

আলহামদুলিল্লাহ, বর্তমান আপডেটে অনেক নতুন দীনী প্রয়োজনীয় জিনিস সংযোগ করা হয়েছে যা যে কোন দীনদার ব্যবহারকারীর জন্য আনন্দের বিষয় হবে বলে আশা করি।

 

যেহেতু আমরা সম্পূর্ণ নতুনভাবে কাজ করেছি তাই এ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে প্রথম দিকে আপনাদের সমস্যা মনে হতে পারে। কিন্তু পরবর্তীতে তা আগের চেয়ে আরো সহজ মনে হবে ইনশাআল্লাহ। আর আমরা এখন পুরোদমে কাজ করে যাচ্ছি তাই আপনাদের নজরে কোন ভুল বা অসঙ্গতি নজরে পড়লে আমাদের উপর নারাজ না হয়ে সুপরামর্শ দেয়ার বিশেষ আবেদন রইলো।

 

পরামর্শ দেয়ার ঠিকানা: islamijindegi@gmail.com

 

এতোদিন আমরা ২টি ওয়েবসাইট চালিয়েছি www.darsemansoor.com এবং www.islamijindegi.com আমরা এই ‍দুটি এ্যাপের সমস্ত তথ্য সহ আরো অনেক জিনিস নতুন সংযোগ করে একটি ওয়েবসাইট তৈরী করেছি। সবাইকে উক্ত ওয়েবসাইটে ভিজিট করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

www.islamidars.com

ইনশাআল্লাহ জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় দাওয়াতুল হকের মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ২৯শে সফর, ১৪৪৫ হিজরী, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ ঈসা‘য়ী, শুক্রবার (ফজর নামাযের পরপরই শুরু হবে ইনশাআল্লাহ)

হযরতওয়ালা দা.বা. কর্তৃক সংকলিত চিরস্থায়ী ক্যালেন্ডার ডাউনলোড করতে চাইলে এ্যাপের “সর্বশেষ সংবাদ” এ ভিজিট করুন।

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা এর লিখিত সকল কিতাব পাওয়ার জন্য এ্যাপের “সর্বশেষ সংবাদ” থেকে তথ্য সংগ্রহ করুন।

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা. এর নিজস্ব ওয়েব সাইট www.darsemansoor.com এ ভিজিট করুন।

জরুরী আরয,

হযরতওয়ালা হারদুঈ রহ. “ফিহরেস্তে মুজাযীনে বাই‘আত ও সোহবত” নামক কিতাবের ভূমিকায় বলেনঃ

১। এদের (খুলাফাদের) কারো সাথে ইসলাহী সম্পর্ক কায়েম করতে হলে তার তখনকার অবস্থা পর্যবেক্ষণ করে নিবে যে, সে শরী‘আতের উপর আছে কি না? শুধুমাত্র আমার এ অনুমতির উপর ভিত্তি করে তাঁর সাথে সম্পর্ক কায়েম করবে না।

২। আর তাদের কারো থেকে যদি শরী‘আত বিরোধী কোন কাজ অন্য কারো দৃষ্টিগোচর হয় তাহলে প্রকৃত অবস্থা জেনে তাঁর সংশোধনের ফিকির করবে এবং আমাকেও অবগত করাবে।”

১। হযরত মাওলনা ফজলুর রহমান সাহেব রহ.। খানকায়ে ইমদাদিয়া আশরাফিয়া, ৭৬ নং ঢালকা নগর, ঢাকা।

২। হযরত মাওলানা মুফতী আব্দুর রহমান সাহেব রহ.। মহাপরিচালক ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা। মোবাইল: ০১৮১৯-২৫৮৪৪

৩। হযরত মাওলানা সালাহুদ্দীন সাহেব রহ.। মুহাদ্দিস, জামি‘আ ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া, ৩১২, দঃ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।

৪। হযরত মাওলানা প্রফেসর হামীদুর রহমান সাহেব দা.বা.। আমীর, মজলিসে দাওয়াতুল হক, রমনা হালকা, ঢাকা। মোবাইল : ০১৭১১-৬৯৮৯৫১, ফোন: ৮৯১৬৩৫৯

৫। হযরত মাওলানা মাহমূদুল হাসান সাহেব দা.বা.। মুহতামিম, জামি‘আ ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া, ৩১২, দঃ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইল : ০১৭১-৫২৪১৭৬, ফোন : ৭৫১৯২৬৫

৬। হযরত মাওলানা মুফতী শামসুদ্দীন সাহেব দা.বা.। মুহাদ্দিস, জামি‘আ ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।  মোবাইল: ০১৮-৬৬৫১১৩, ফোন: ০৩১-৭২২৩৪৮

৭। হযরত মাওলানা শফীউল্লাহ সাহেব দা.বা.। মুহাদ্দিস, গওহরডাংগা মাদরাসা, গোপালগঞ্জ। মোবাইল : ০১৭১-৭২২৪৪৪

৮। হযরত মাওলানা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা.। শাইখুল হাদীস ও প্রধান মুফতী, জামি‘আ রাহমানিয়া মুহাম্মাদপুর, ঢাকা-১২০৭।

মোবাইল : ০১৭১২-৭৯৭১৮১, ফোন: ৮১৫০১৮৬

৯। হযরত মাওলানা প্রফেসর গিয়াসু্‌দ্দীন সাহেব দা.বা.। আমীর, দাওয়াতুল হক, লালবাগ হালকা, ঢাকা। ফোন: ৯৬৬০৫৩৫

১০। হযরত মাওলানা ইমদাদুল্লাহ সাহেব দা.বা.। মুহাদ্দিস, জামি‘আ ইমদাদিয়া, কিশোরগঞ্জ। ফোন: ০৯৪১-৫৫২০৭

১১। হযরত মাওলানা হিফজুর রহমান সাহেব দা.বা.। মুহতামিম, জামি‘আ রাহমানিয়া মুহাম্মাদপুর, ঢাকা। মোবাইল : ০১১৯-৪২৮৩০৫, ফোন: ৮১৫০১৮৬

১২। জনাব, প্রিন্সিপাল মিজানুর রহমান সাহেব দা.বা.।নাযিম, মাদ্রাসা দাওয়াতুল হক দেওনা, কাপাসিয়া, গাজীপুর। মোবাইল : ০১৭১-৫১৩৮৭৪, ফোন: ৭১২২৪৪৪

১৩। হযরত মাওলানা আব্দুস সাত্তার সাহেব দা.বা.। ছাগলনাইয়া, ফেনী।

১৪। হযরত মাওলানা মুহিব্বুল্লাহ সাহেব দা.বা.।মুহতামিম, মাদরাসা আজীজুল উলূম বাবুনগর ফকীরহাট চট্টগ্রাম। মোবাইল : ০১৮১১-৩২৮০৬৭

১৫। হযরত মাওলানা মুহাম্মাদ তৈয়্যেব সাহেব দা.বা.।মুহতামিম, মাদরাসায়ে আরাবিয়্যা, জিরী, চট্টগ্রাম। মোবাইল : ০১৮১১-৩১৬৬৫৬

১৬। হযরত মাওলানা আরশাদ সাহেব  দা.বা.। মুহাদ্দিস, কাসেমুল উলূম মাদরাসা, বগুড়া। মোবাইল : ০১৮-৪৬৯৬৬৭, ফোন : ৮৮২৫০৯১

১৭। হযরত মাওলানা সাইয়্যেদ আহমাদ সাহেব দা.বা.। মুহতামিম, ওলামা বাজার মাদরাসা, ফেনী। মোবাইল : ০১৭১১-৩২৭৭৭১

১৮। হযরত মাওলানা মুফতী নূরুল হক সাহেব দা.বা.। ১৭৯ নং মুরাদপুর, জুরাইন, ঢাকা। ফোন: ৭৪১৫০৪৮

১৯। হযরত মাওলানা আনওয়ারুল হক সাহেব  দা.বা.। নায়েবে মুহতামিম ও মুহাদ্দিস, জামি‘আ ইসলামিয়া যাত্রাবাড়ী, ঢাকা। ফোন: ৭৫১৯২৬৫/২১

২০। হযরত মাওলানা রফীক আহমাদ সাহেব দা.বা.। মুহাদ্দিস, জামি‘আ ইসলামিয়া যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন: ৭৫১১৯৪৪, ৭১৬৬১৬১

২১। হযরত মাওলানা মুফতী উবাইদুল্লাহ সাহেব দা.বা.। মুহাদ্দিস, জামি‘আ আরাবিয়া ফরিদাবাদ, ঢাকা। মোবাইল : ০১৭১-৩২১১১১, ফোন: ৭১২১৩৮২

২২। হযরত মাওলানা মুফতী সুহাইল সাহেব দা.বা.। মারকাজে ফিকরে ইসলামী বসুন্ধরা, ঢাকা। মোবাইল : ০১৮১১-২৫১৯৭৫

২৩। হযরত মাওলানা মুফতী মিজানুর রহমান সাহেব দা.বা.। মারকাজে ফিকরে ইসলামী বসুন্ধরা, ঢাকা। মোবাইল : ১০৮-২৫১০৭০

২৪। হযরত মাওলানা আনওয়ার শাহ সাহেব দা.বা.। মুহতামিম, জামি‘আ ইমদাদিয়া কিশোরগঞ্জ। মোবাইল : ০১৭১১-১৪৪৬৩৭, ফোন: ০৯৪১-৫৫২০৭।

২৫। হযরত মাওলানা আব্দুল কুদ্দূস সাহেব দা.বা.। মুহতামিম, ফরিদাবাদ মাদরাসা, ঢাকা। মোবাইল: ০১৮১-২৪৯৩৩৮১, ফোন: ৭৪১০২৩৫, ৭৫১৪০০৩

২৬। জনাব হাজী মুহাম্মদ হাবীবুল্লাহ সাহেব দা.বা.। ৬৯/৮-এ ধানমন্ডি-, ঢাকা, ফোন: ৮১১১৫২৬, ৯১১১২০৯।

২৭। আলহাজ্ব নাজিমুদ্দীন আহমাদ (মুজাযে সোহবত) । নায়েবে আমীর, দাওয়াতুল হক উত্তরা হালকা, ঢাকা। মোবাইল: ০১৯৩৪৯৫৫৯, ফোন: ৮৯১২৬২৫